আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেছে ভারত। খারাপ আবহাওয়ার কারণে এই সাময়িক বিরতি। ভারত সরকারের পক্ষ থেকে এ খবর জানানো হয়। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৫০০০ কিলোমিটার( ৩১০০ মাইল)। ১৮ এপ্রিল বুধবার ভারতের হুইলার দ্বীপে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করার কথা ছিলো।

কিন্তু সেখানে প্রচুর বৃষ্টিপাত ও বজ্রপাত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত ঘোষণা করে ডিআরডিও’র বিজ্ঞানীরা। পরীক্ষা সফল হলে ভারত পুরো চীন ও ইউরোপের অর্ধেক ভারতের ক্ষেপণাস্ত্রের নাগালে চলে আসবে। বর্তমানে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,রাশিয়া, ফ্রান্স,চীন এই পাঁচ দেশের কাছে রয়েছে এ ধরনের ক্ষেপণাস্ত্র। অগ্নি -৫ ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদির মতে ক্ষেপণাস্ত্রটি ১.৫ টন ওজনের বিস্ফোরক বহনে সক্ষম।

লম্বা ১৭.৫ মিটার। ক্ষেপণাস্ত্রটি ৩ স্তরে ভাগ করা। এর নির্মাণ খরচ ৪৮০ মিলিয়ন ডলার। ২০১৪-১৫ সাল নাগাদ এটি ভারতের সামরিক বাহিনীতে মোতায়েন করা হতে পারে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এ কে এন্টোনি বলেছেন, অগ্নি-৫ এর সফলতা ভারতের ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

খবরের সূত্র এই লিংকে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।