আমাদের কথা খুঁজে নিন

   

... বৃষ্টিভেজা সূর্যাস্তের যাত্রা ...

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত জানি তোমার আসলেই ওটার বড় প্রয়োজন ছিলো , তা না হলে তুমি কখনোই আমাকে ওভাবে আনতে বলতে না , ছলছল চোখে আবদারের সুরে বলতে না -- আমার জন্য তুমি এতটুকু করতে পারবে না ? তুমি হয়তো জানো না ঐ সময়টা তোমার চেহারায় আমি কাকে দেখছিলাম ... মনে পড়ছে কিছু? ... হয়ত এখন বুঝবে , হ্যা ঠিক তাই ... অমন করে আমার কাছে আবদার শুধু একজন ই করতো ... সে ও আমাকে ফেলে দুর অজানায় পাড়ী জমিয়েছে অনেক বছর হলো ... তবুও তার শেষ মুহুর্তের আবদার এখনো চোখের সামনে ভাসতে থাকে -- ভাইয়া , আমায় যেতএ দিও না , আমি একলা যেতে চাইনা ভাইয়া ... কিছু একটা করো ভাইয়া , ডাক্তার আংকেল কে কিছু একটা করতে বলো , প্লিজ ভাইয়া .... নাহ ! সেদিন আমি তার আবদার রাখতে পারিনি , পারিনি ওর চোখের দিকে তাকিয়ে থাকতে ... পারিনি আমার এত আদরের ছোট্ট পুতুলটাকে শক্ত হাতে ধরে রাখতে ... এর পর এলে তুমি ... আর সেই সাথে ফোলা ফোলা গালের মাঝে ঠোট উল্টিয়ে আবদার করার আরেকটা মানুষ এলো আমার জীবনে ... কিন্তু এমনটা হলো কেন ? অন্যরকম ও কিছু তো হতে পারতো .... বলো , পারতো না ? ঘাড়ে এখনো যথেষ্ট পরিমান ব্যাথা আছে , এতটুকু নাড়ালেই মনে হয় যেন ঘাড়ের উপর থেকে মাথা টা আলাদা হয়ে পড়ে যাবে ... তবুও একটু কষ্ট করেই হাত দুটির দিকে তাকিয়ে দেখি ... হায় ! এ দুটি হাতের এক সেন্টিমিটার ও কি সুঁচের ফুটো থেকে রক্ষা পেয়েছে ? মনে হয় না ... যদিও অসাড় হাত দুটির উপর এখন কোনো যত্ন বা অত্যাচার হচ্ছে কিনা তা বুঝার কোনো উপায় নেই ... তবুও মনে হয় শুধু একটি ই কথা ... আর কখনো কি এ হাত দুটি তোমাকে ধরতে পারবে ? ... পারবে তোমায় আগলে রাখতে সব কিছু থেকে ? ... অথবা , তুমি ই কি আগের মত ধরবে হাত দুটি , খেলবে আবার আমার আঙ্গুলের সাথে ?কি জানি ... হয়ত ধরবে , অথবা না ... বাইরে বৃষ্টি হচ্ছে , তুমি কি এই বৃষ্টিতে ভিজছো ? হয়ত হ্যা অথবা না ... আমার খুব ইচ্ছে করছে সবুজ ঘাসের উপর দাড়িয়ে দু হাত মেলে বৃষ্টিকে আলিঙ্গন করতে ... কিন্তু তা তো আর সম্ভব না ... সবুজ ঘাসে নাকি আমার আর কখনোই দাড়ানো হবে না , হবে না বৃষ্টিভেজা সন্ধ্যায় হাটু পানিতে দাড়িয়ে সুর্যাস্ত দেখা ... ঘুম আসছে , খুব বেশী ... চোখ দুটো খুব বেশী টানছে ... ওমা ! আমার ছোট্ট পুতুলটা দেখি আস্তে আস্তে আমার দিয়ে এগিয়ে আসছে ... মুখে সেই মিটমিট হাসি , আবার ইশারায় আবদার করছে -- ভাই এসো আমার কাছে ... আরে একি , আমার হাত দুটো কেমন নিজের অজান্তেই ওর দিকে উঠে গেল ... শরীরটাও বেশ হালকা মনে হচ্ছে ... মনে হচ্ছে যেন আমি বেশ সহযেই ওর দিকে হেটে যেতে পারবো .... আচ্ছা , আমি তবে আমার ছোট্ট পুতুলটার কাছে একটু ঘুরে আসি ? .... এ বেলায়, তুমি কি তবে আমার হয়ে একটি বার বৃষ্টিভেজা সূর্যাস্ত দেখে নেবে ?....  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।