আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিষ এখনো কমেনাইঃ লোটাস কামাল

রাস্তায় খুঁজে ফিরি সস্তায় ঘুরে ঘুরে এক কাপ চা বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে যখন আকাশে বাতাসে ধোঁয়াসা উড়ছে তখন সভাপতি বালিকা বান্দবী নিয়ে আবুদাবী হানিমুনে গেছেন দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের বলেছেন আমার বিষ এখনো কমেনাই। এর আগে তিনি ওয়েব কেমে তামিমের মারা চাইরটা পুটু সাংবাদিকদের উন্মুক্ত করে দেখান বিসিবি সভাপতি আইসিসির প্রেসিডেন্ট শারদ পাওয়ারেরও সমালোচনা করেন। এর আগে বিসিবি সভাপতি বলেছিলেন, আইসিসি পাকিস্তানের আম্পায়ার দিলেই কেবল বাংলাদেশ দল পাকিস্তানে যাবে। পাকিস্তান সফরের ব্যাপারে সম্মতিজ্ঞাপন সেই শর্তেই কি না, জানতে চাইলে সভাপতির নৈর্ব্যক্তিক উত্তর, ‘জাকা আশরাফ কী করে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটা পিসিবি ইভেন্ট।

তারাই যা বলবে তাই হবে। ’ আইসিসি পাকিস্তানের আম্পায়ার না দিলেও কি বাংলাদেশ দল পাকিস্তানে যাবে? মুস্তফা কামাল বললেন, ‘আগেও বলেছি, পিসিবি এতে সম্পৃক্ত হতে হবে। পিসিবির সভায় এ নিয়ে ৩০ মিনিটের ওপর আলোচনা হয়েছে। সবাই লোটাস কামালের ভূমিকার প্রশংসা করেছে বলে জানান তিনি। পাকিস্তান সফরের বেপারে শেখ হাসিনা অনুমুতি দিয়েছেন কিনা জিজ্ঞেস করলে লোটাস কামাল মুচকি হেসে বলেন,মেডাম খুব ভালো।

আমি যা চাই তাই পাই জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল'র পদত্যাগ ঘোষণার সাথে পাকিস্তান সফর জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন,চলে গেছেন তো বেঁচে গেছেন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।