আমাদের কথা খুঁজে নিন

   

আমার যদি জম্ম হতো........

আমার লেখা পড়ে.................. আমার যদি জম্ম হতো তবে আমারো জম্মদিন হতো লাল কেক কাটার পর সত্য মাটি মেকী ভালবাসায় হাত তালি দিয়ে সুরে সুরে , সুর মেলাতো শুভ জম্মদিন! পোকা উড়ে বেড়াতো বদ্ধ ঘরের প্রসাধনীতে অবিরত হঠাৎ সাহসী পুরুষের যুদ্ধ হতো সান্ধ্য পোকাদের সাথে রমনীর প্রসাধন রক্ষায়, যদিও সাহসী পুরুষেরা আগুন থেকে হাত উঠায় না আগুনেরই ভয়ে - বিদ্যায় খোজে জলন্ত হাতের স্বান্তনা- “অনেক কিছুই মেনে নিতে হয়” । আমার যদি জম্ম হতো তবে আমার বিবাহ বার্ষিকী হতো ফুল ফলের উৎসবে চেটে চেটে খেতাম বিপরীত লিঙ্গ রং করা সানগ্লাসে । আমার নিয়মিত সঙ্গী প্রেমে সিক্ত অতিথিদের হিংসার চোখ জলন্ত উনুন- সঙ্গীর হাসি মূখ যদিও সঙ্গী বা অতিথি কেউই হাসে না একলা বাতাসে বাতাসের বাইরে বাতাস খুজে খুজে নিশ্বাসের অভাব বিশ্বাস মাথায় মুকুট করে পকেটে অবিশ্বাসের হাত সাফাই একলা একা শুদ্ধতা “ যুগের হাওয়ার নাবিক আমরা”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।