আমাদের কথা খুঁজে নিন

   

তুমি যখন বৈশাখের লাল শাড়ি পড়ে হাটছিলে আমি তখন...........

মনে পড়ে গত পহেলা বৈশাখে তুমি আমার কত কাছে ছিলে ? আমাকে কত ভালবাসা দিয়ে জড়িয়ে রেখেছিলে? তোমাকে একটি বৈশাখী শাড়ি দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু তুমি কিছুতেই রাজি হচ্ছিলে না ঐ দিন শাড়ি পড়তে। শেষে তোমাকে একটা লাল-সাদা শাড়ি আর কয়েকটা গোলাপ দিয়েছিলাম। তুমি বৈশাখের দিনে অনেক সুন্দর করে সেজে বের হয়েছিলে। যদি ও সমস্যার কারনে তোমার কাছাকাছি যেতে পারিনি, তবু দুর থেকে তাকিয়ে ছিলাম তোমার দিকে অপলক দৃষ্টিতে। ভিড়ের মধ্যে তোমার চোখ জোড়া আমাকে খুজছিল !! বিশ্বাস কর ঐ দিন তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল।

বিশেষ করে খোলা চুলগুলো যখন বাতাসে উড়ছিল, আর আমার দেওয়া গোলাপটা যখন চুলে গুজলে। সে যেন আমার স্বপ্নে দেখা রাজকন্যা। নিজেকে অনেক গবি’ত মনে হচ্ছিল অনেক.... কিন্তু এই পহেলা বৈশাখে তুমি কত দুরে। যখন আমার প্রতি হয়ত তোমার আর কোন ভালবাসা নাই। তুমি এই বৈশাখে অনেক সুন্দর করে সেজে বের হয়েছ তবে সেটা আমার জন্য নয়।

তুমি যখন লাল শাড়ি পড়ে অনেক আনন্দ করছ আমি তখন একাকী কক্ষে বসে অনেক কাদঁছিলাম অনেক। তোমার কন্ঠটা শুনতে অনেক বেশি ইচ্ছা করছিল অনেক চেষ্টা ও করেছিলাম যোগাযোগ করতে কিন্তু পারিনি আর তোমার সামনে যাওয়ার অধিকারটুকু ও তুমি অবশিষ্ট রাখনি। সারাদিন তোমাকে চিন্তা করে একটু ও কিছু মুখে দেইনি, বাহিরের আলোটা পয’ন্ত দেখিনি। কিন্তু আমার কষ্টগুলো দেখার এখন আর কেউ নেই......... তোমার কি একটাবার আমাকে মনে পড়ল না আমার প্রিয়.....? কিভাবে আমাকে একা রেখে তুমি এত আনন্দ করতে পারলা ? তোমার মন কি একটাবার আমার জন্য কাদঁল না?একটা বার কি আমার সাথে কথা বলতে পারতানা? সাতটা বছরে ও কি আমাকে মনে রাখার মত সেই ভালবাসা তোমাকে আমি বাসতে পারিনি ? তমি আসলে অনেক অনেক নিষ্ঠুর, হৃদয়হীনা,পাষান কিন্ত অনেক মিষ্টি, লক্ষী একটা মেয়ে। তুমি আমাকে যতই ভুলে যাওনা কেন আমি তোমাকে অনেক বেশি ভালবাসি আর বাসব।

হয়ত এমন দিনগুলোতে অনেক বেশি কাঁদতে হবে আমাকে....... আই লাভ ইউ মাই...........  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।