আমাদের কথা খুঁজে নিন

   

গাধা মানব এখন ফেবুতে

ব্লগার না পাঠক হওয়ার চেষ্টায় আছি জুকারবার্গ তুমি শুনতে পাচ্ছ কি? গাধা এখন ফেসবুকে এসেছে, শত-সহস্র বাধা পেরিয়ে গাধা এখন ফেসবুকে। ফেবু নিচ্ছিল না “গাধা মানব” নাম তাই দেখিয়া ভাবিল গাধা; যতই ফেবু দিক না বাধা আইডি আমি খুলিয়াই ফেলবাম। অবশেষে পারিল গাধা, খুলিল “গাধা মানব” আইডি; এখন সে বড়ই টায়ার্ড দৌড়াইয়া ঘুমাইতে ছুডে!! অবশেষে ভার্চুয়েল ক্যারেক্টার হিসাবে গাধা মানবের ফেবুতে পদার্পন হইল। লুল সম্রাট জুকারবার্গ কিন্তু তাহাকে এত্ত সহজে আসিতে দেয় নাই! উনি তাহার নাম ফেবুতে বাংলায় একসেপ্টই করছিলেন না! গাধাও বুঝছিল না তাহার নাম বাংলায় দিলে ফেবুর এমন কি বা ক্ষতি হবে। অবশেষে গাধা তাহার নাম ইংলিশে লিখে ফেবুকে ধন্য করিল। উল্লেখ্য, গাধার ফেবুতে আগমন উপলক্ষে গাধার বিখ্যাত জিপি নেট এক ঘন্টার জন্য ডিস্কানেক্ট অবস্থায় ছিল। প্রথম গাধা বুঝে নি কেন তার নেট ডিস্কানেক্ট! পরে সে বুঝল যেহেতু সে ফেবুতে একাউন্ট খুলেছে সেহেতু তার প্রতি সম্মান জানিয়ে তার জিপি নেট এক ঘন্টা বন্ধ ছিল! তার একাউন্ট লিঙ্কঃ গাধা মানব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।