আমাদের কথা খুঁজে নিন

   

প্রভা কাদম্বিনী চরিত্রে অভিনয় করে প্রমান করলেন তিনি মিডিয়া ছেড়ে যান নি!

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি গত পয়লা বৈশাখের রাতে এটিএন বাংলায় "নয়া পালা নাটকের" মাধ্যমে টিভি নাটকে ফিরে এলেন একসময়ের সাড়া জাগানো ছোটপর্দার আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এর মধ্য দিয়ে নাটকে নিয়মিত হচ্ছেন তিনি। এর আগে গত ২৭ মার্চ কায়সার আহমেদ পরিচালিত ‘প্রণয়িনী’ নামে একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে দুই বছর পর নাটকে ফেরেন প্রভা। এ প্রসঙ্গে তিনি বলেন, 'প্রথম প্রথম দো দারুন ভয় পেয়েছিলাম‘ তবে "নয়া পালা" নাটকটি প্রচারিত হবার পর অনেকে প্রসংশা করেছেন। তাই সবার দোয়া ও ভালোবাসায় আবারও আমি নিয়মিত অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।

এটা সত্যিই আমার জন্য অনেক আনন্দের। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্প অবলম্বনে ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’ নাটকের অভিনয়ের মধ্য দিয়ে নিয়মিত হওয়ার কথা জানান দিলেন তিনি। আর এর মধ্যে দিয়ে তিনিও প্রমাণ করলেন "তিনি মিডিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই" নাটকটি সম্পর্কে প্রভা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় পাওয়া। চেষ্টা করেছি কাদম্বিনী নামের চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার। ’ প্রভা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন নাঈম, লাজুক, মুকুল, সাবাহ, ফিরোজ খান প্রমুখ।

জানা গেছে, ২০ এপ্রিল বেলা তিনটায় চ্যানেল আইয়ে দেখানো হবে নাটকটি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।