আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের দিন একটা ছোট সমস্যা। আপনাদের পরামর্শ চাই।

আমি বাংলাদেশের দালাল| ভাইরে সেই সকাল থেকে অফিসে কম্পু গুতাইতেছি। যখন বাংলাদেশ টাইম ভোররাত ৩.২০ তখন গাড়িতে উঠছি। ৪.০০টায় নামছি। ৫.৩০ থেকে কম্পু গুতানি শুরু করছি। এখনও চলতাছে।

এরই মাঝে একবার সুর্যের আলো পত্রিকা, খামু ব্লগ থেকে ঘুইরা গেছি। দুই তিনটা মন্তব্য ও করেছি। কিন্তু হালায় সমস্যা করতাছে বেরসিক একটা মাছি। হালায় এত্তো খারাপ খালি উইড়া আইস্যা আমার আধাটাক মাথায় বসে আর বিরক্ত করে। নাকে বসে, মুখে বসে।

আমি তো জানি মরা মানুষের দেহে মাছি বসে। তাইলে আমি কি মইরা গেছি???? হাফপ্যান্ট পরা সুন্দরীরা আশ-পাশ দিয়া যায় আর আমার করুন আর আমার করুন অবস্থা দেখে হাসে। কি যে করি। অলরেডি ৩ বার আমার নিজের মাথায় থাপ্পর মারছি। নিজেরে এখন বাদশাহ নমরুদের মতো মনে হইতাছে।

বুদ্ধি দেন গো মিয়াবাইরা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.