আমাদের কথা খুঁজে নিন

   

১০ বছর বয়সে মা হলো লিসা!

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক যখন পুতুল নিয়ে খেলার বয়স সেই বয়সে সন্তানের মা হল কলোম্বিয়ার এক শিশু। ১০ বছর বয়সে এক মেয়েশিশুর জন্ম দিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ মায়ের তালিকায় নাম লেখাল মেয়েটি। চিকিত্সকরা জানান, মেয়েটির শারীরিক অবস্থা নাজুক থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চাটি প্রসব করানো হয়েছে। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে। তবে অপ্রাপ্ত বয়স্ক এ মেয়েটির গর্ভধারণের জন্য দায়ী ব্যক্তিকে পুলিশ এখনও শনাক্ত করতে পারেনি বলে সে দেশের গণমাধ্যম জানিয়েছে।

সূত্র ডেইলি মেইল। কলোম্বিয়ার উত্তরাঞ্চলের লা গুয়াজিরিয়া এলাকার ওয়েউ গোত্রের অপ্রাপ্ত বয়স্ক গর্ভবতী এ মেয়েটির নাম লিসা (ছদ্মনাম)। পুলিশ জানায়, ওয়েউ গোত্রে প্রায়ই এমন অনেক কিশোরীকে পাওয়া যায়, যারা গোত্রের কোনো পুরুষের কাছে যৌন হয়রানির শিকার হয়ে গর্ভধারণ করে। তবে এত ছোট মেয়ের গর্ভবতী হওয়ার ঘটনা এটাই প্রথম। চিকিত্সকরা জানান, ক্রন্দনরত লিসা একাই হাসপাতালে আসে।

তখন তার প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল। সাধারণত গর্ভকালীন ৩৮ সপ্তাহ হলেও লিসা ৩৯ সপ্তাহ পর্যন্ত গর্ভবতী ছিল। ফলে অস্ত্রোপচার করে সন্তান প্রসব করতে বাধ্য হন বলে চিকিত্সকরা জানান। তবে অস্ত্রোপচারের সময়ও মা ও সন্তানের অবস্থা নাজুক ছিল। সদ্যোজাত শিশু ও লিসা দু’জনেই বর্তমানে সুস্থ রয়েছে বলে চিকিত্সকরা নিশ্চিত করেন।

শিশুটির ওজন ২ দশমিক ২৮ কিলোগ্রাম। এদিকে লিসার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার গর্ভধারণের পেছনে দায়ী কে সেটা শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। কলোম্বিয়ার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কোনো কোনোটিতে বলা হয়, ১৫ বছরের একটি ছেলে এ ঘটনার জন্য দায়ী। আবার কোনোটি বলছে, ৩০ বছরের এক ব্যক্তির হাতে নির্যাতিত হয়েছে লিসা।

তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।