আমাদের কথা খুঁজে নিন

   

ছবি নিয়ে ভন্ডামী...কেউ কারোর চেয়ে কম না????

অনেকবার চেষ্টা করেছি কলম আর ক্যামেরার দাসত্ব থেকে বের হয়ে যেতে..কিন্তু পারি নি....পারবো কিনা জানি না---এভাবেই হয়তো চলবে... কিছু মানুষ আছেন যারা বিভিন্ন ছবি ফেসবুকে আপলোড দিয়ে বর্তমান সময়ের ঘটনা নিচে ক্যাপশন দিয়ে যাচ্ছে। আজ দেখা যাচ্ছে এক লোকের পেটে মারত্মকভাবে আহত অবস্থার ছবি হেফাজতে ইসলামের নিহত কর্মী বলে চালিয়ে দিচ্ছে জামাতীরা.........। এর আগে কক্সবাজারের ঘটনায় এক জামাত শিবিরের কর্মী আহত হওয়ার পর হাসপাতোলে নামজ পড়ছে - এমন ক্যাপশন দিয়েছিল। পরে গুগলে সার্চ দিয়ে দেখা গেল এটা পাকিস্তানি আর্মির পুরানো ছবি। .......গত শনিবার আরেকটি ছবি দিয়েছিল কুলাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে হেফাজতে কর্মীদের ট্রেনে উপচে পড়া ভীড় ....তাও গুগলে সার্চ দিয়ে দেখা গেল -- গত ২০১১ সালে ঈদে গ্রামের উদ্দেশ্যে সাধারণ মানুষের ট্রেনে করে বাড়ি ফেরার একটি ছবি।

আর কয়েক সপ্তাহ আগে লন্ডনে একটি প্রেস কনফারেন্সে ... এক সংখ্যালঘু নেতা মায়নমারের গত বছরের দাঙ্গায় নিহত এক শিশুর ছবি দেখিয়ে বলেছিল - এটি নোয়াখালীতে জামাতী ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত শিশু......। ------কেউই কারোর চেয়ে কম না ....। । । সবাই এক।

আর এসব ফটোশপে কাট এন্ড পেস্ট করা হচ্ছে বেশির ভাগ মধ্যপ্রাচ্য থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা। দিনের বেলায় কঠিন পরিশ্রম করে,,, আর রাতে বসে বসে ফটোশপে ইসলামের নামে আর মুক্তিযুদ্ধের নামে এসব বানায়.....। ছবি নিয়ে এসব ভন্ডামী মূলত বন্ধ হওয়ার নয়। । এরপর একজন শেয়ার করে তো,,বাকিরাও কিছু না বুঝে শেয়ার করে।

বাশের কেল্রা আর তাসের কেল্লা সব সমান।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।