আমাদের কথা খুঁজে নিন

   

একা একা কানামাছি

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো... নাকে মুখে লেগে থাকা ধুলোবালি চুপচাপ গলে যায় লোনা ঘামে, সাত পাঁচ ভেবে বোনা স্বপ্ন প্রতিদিন বেচে দেই খুবই কম দামে। আধারের আদরে নাচ উঠে ঘুমহীন দু চোখের পর্দায়, সুখ সব লুট হয় প্রতিদিন বুঝিনা তো এসবে কার দায়। ঠেলে ঠেলে হিসেবের ভীড় ঘুম যায় জোসনার কাছাকাছি, চোখ জোড়া হয়ে রয় অসহায় একা একা কানামাছি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।