আমাদের কথা খুঁজে নিন

   

ডাঃজীবন : ইন্টার্নশিপপরবর্তী লিঙ্গবৈষম্য!

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। আ দুখ! আ বদনছিব! ইন্টার্নশিপ শ্যাষ কইরা আমরা, পোলাপাইনেরা, ঠিক যেমুন নিক্ষিপ্ত হইছি আস্তাকুঁড়ে কিম্বা অকূল পাথারে, চক্ষে কিছু দেহি না, টিয়া কামামু না পরালেখা করমু মালুম পাই না। এদিগে গার্লফ্রেন্ডের বিয়ার পিক আওয়ার বইয়া যায়, এহনি বিয়া না করলে গার্লফ্রেন্ড হাতছাড়া হইয়া যাইব, কিন্তুক কিছুই করার ক্ষমতা নাইকা। ১টা পরীক্ষা দিমু, হাতে টিয়া নাইকা, এদিগে মা-বাপে ত হাতের পাইল চাইয়া রইছে। অন্যদিগে? লগের মাইয়াপাইন ১টা ১টা কইরা উচ্চপ্রতিষ্ঠিত পোলাগুলার গলায় ঝুইল্যা পরতাছে ঘাড়ে চড়তাছে, আর 'নো চিন্তা ডো স্ফূর্তি' হইয়া যাইতাছে, টিয়া লইয়া চিন্তা নাইকা, লেখাপরা লইয়া টেনসন নাইকা; লেখাপরা করবা? টিয়া দিব জামাইয়ে, গাইড্যান্স দিব জামাইয়ে; লেহাপরা করবা না, নো পবলেম, রাজরাণী হইয়া থাকবা, বৈদেশে পাড়ি জমাইবা। এইডারেই ক কারো পৌষ মাস কারো সব্বোনাশ। নিয়তির এ কেমুন বৈষম্য? পোলাপাইনের প্রতি এ কেমুন নির্মম পরিহাস আর মাইয়াপাইনের প্রতি নির্লজ্জ পক্ষপাতিত্ব? আমরা সমঅধিকার চাই। 3:-)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.