আমাদের কথা খুঁজে নিন

   

২ রানের হার দেখলেন সাকিব

মোঃ বেলায়েত উল্লাহ আবারও ২ রানের হার দেখলেন সাকিব এশিয়া কাপ ফাইনালের স্মৃতি কি ফিরে আসছিল সাকিব আল হাসানের মনে? তিন সপ্তাহের মাথায় দ্বিতীয়বারের মতো তাঁকে যে ২ রানে হারের দর্শক হতে হলো! টানা দুই ম্যাচ জয়ের পর কলকাতা নাইট রাইডার্সদের থামিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব, শেষ ওভারে থেমে গেল ছুটির দিনে ইডেন গার্ডেনসের গ্যালারিভরতি দর্শকদের উল্লাস। টস জিতে বোলিং নিয়েছিলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর, শুরুটাও হলো কাঙ্ক্ষিত। সুনীল নারাইনকে একাদশে নেওয়ার ফলটা পেয়ে গেলেন হাতেনাতে, ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে এই ক্যারিবিয়ান অফস্পিনারের শিকার ৫ উইকেট। সঙ্গে সাকিব ১টি ও রজত ভাটিয়া ২টি উইকেট নিলে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩৪ রানেই থেমে যায় কিংস ইলেভেনের ইনিংস। সর্বোচ্চ ৩৮ রান করেছেন মনদীপ সিং, ডেভিড হাসি করেন ৩২ রান।

জবাবে শুরুতে জ্যাক ক্যালিসকে (১) হারালেও গৌতম গম্ভীর (২২) ও মনবিন্দর বিসলা (২৭) খেলছিলেন দারুণ। কিন্তু মনোজ তেওয়ারির (২০), সাকিব (৪) ও ইউসুফ পাঠানের (০) দ্রুত বিদায়ে বিপদে পড়ে কলকাতা, রায়ান টেন ডোয়েশ্চেট (১১) ও দেবব্রত দাসের (৩৫*) ব্যাট ম্যাচ জমিয়ে তুললেও শেষ রক্ষা হয়নি। শেষ বলে দরকার ছিল বাউন্ডারি, কিন্তু হারমিত সিংয়ের বলে দেবব্রত নিতে পারলেন মাত্র ১ রান। তাতেই ২ রানে হেরে গেল কলকাতা, পাঁচ ম্যাচে এটা কলকাতার তৃতীয় হার। ক্রিকইনফো সংক্ষিপ্ত স্কোর : কিংস ইলেভেন পাঞ্জাব ১৩৪/৯ (মনদীপ ৩৮, নারাইন ৫/১৯) কলকাতা নাইট রাইডার্স ১৩২/৭ (দাস ৩৫, চাওলা ৩/১৮)।

ফল : কিংস ইলেভেন পাঞ্জাব ২ রানে জয়ী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।