আমাদের কথা খুঁজে নিন

   

জজ/ব্যারিষ্টার মিয়া নাটকের জন্য স্ক্রিপ্ট রাইটার দরকার, জলদি সিভি দেন !!!

গত বিএনপি সরকারে আমলে যোগ্য স্ক্রিপ্ট রাইটারে অভাবে অনেক নাটকের পুরা মঞ্চায়ন করা সম্ভব হয় নাই, তাই তখনকার দালাল আর চাটুকারদের আধা খেচরা স্ক্রিপ্ট দিয়া কোন মতে কাজ চালানো হয়েছিল। ঐ একই ভূল আর বর্তমান সরকারের আমলে কোন ভাবেই করা হবে না। কিন্তুরিক এই সরকারের আমলে শুধু মাত্র ভালো কিছু স্ক্রিপ্ট রাইটারের অভাবে বেশ কিছু অসমাপ্ত নাটক মঞ্চায়ন করা যাচ্ছে না, এর মধ্যে সাগর-রুনি উল্লেখযোগ্য। গরম খবর হল এরই মধ্যে চোরোঞ্চিত দাদার " চুরি করে এপিএস-আমার বাড়ে ডিপিএস" নাটক অন এয়ারে আসার অপেক্ষায়। কিন্তু যোগ্য স্ক্রিপ্ট এর অভাবে বাধা ধরা নিয়মের মধ্যে নাটকের মঞ্চায়ন করা সম্ভব হচ্চে না।

এরই মধ্যে আবার, নাটক যেন যোগ্য স্ক্রিপ্ট রাইটার দিয়ে লিখিয়ে মঞ্চায়ন করা হয় সে ব্যাপারে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছে বিরোধী খল। এছাড়া আসছে আরো দুই বছরে বেশ কিছু নাটকে উত্তেজনাপূর্ণ ক্ল্যায়মেক্স নিয়া আসার জন্য বেশ কিছু পুতিভাবান স্ক্রিপ্ট রাইটারকে জরুরী ভিত্তিতে এই সরকারের অধীনে নিয়োগ দেয়া হবে বলে শেষ রাতের স্বপ্নে জানা গেছে। আগ্রহী প্রার্থীদেরকে অতিসত্বর নিজ নিজ এলাকার বড় ভাইয়ের কাছ থেকে চাটুকারীর সনদপ্রত্রসহ জরুরী ভিত্তিতে চিঠি পাঠানোর ঠিকানা সংগ্রহপূর্বক বায়োডাটা এবং এই সরকারের পূর্বের যে কোন একটি ঘটনার উপর ভিত্তি করে একটি ডেমো স্ক্রিপ্ট পাঠানোর অনুরোধ করা হল। আরো যেসব যোগ্যতা থাকতে হবেbr /> * প্রার্থীকে অবশ্যই বিদেশে অবস্থানরত দেশী নাগরিক হতে হভে। * শুধু স্ক্রিপ্ট লিখলেই হবে না সাথে যদি নাটকের উপোযোগী অভিনেতা সরবারহ করা যায় তবে তা বাড়তি যোগ্যতা হিসাবে বিবেচিত হভে।

* নাটক মঞ্চায়নে ভূল ত্রুটি হলে আয়োজকদের সাথে আলোচনাপূর্বক সকল দায়-দায়িত্ব নিজ কাধে তুলে নেয়ার মানসিকতা থাকতে হবে। তাই আপনি যদি হন সেই যোগ্য এবং পুতিভাবান স্ক্রিপ্ট রাইটার তবে আর দেরি না করে আজই যেখানে যোগাযোগ করলে কাজ হবে সেখানে যোগাযোগ করুন। একটি বিষয়ে আপনাকে আগে-ভাগেই নিশ্চিত করা হচ্ছে, আপনার রচিত নাটকের সকল আপডেট এবং পুংখানুপুঙ্খ বিচার বিশ্লেষন দেশের সবকটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার নিয়মিত এবং গুরুত্বসহকারে প্রচার করা হবে। শুধু সামু ব্লগের কিছু বিখাউজ ব্লগার আপনাকে প্রতিনিয়ত সমালোচিত করার অপপ্রয়াস চালাতে পারে। তবে অবস্থা বেগতিক দেখলে বিটিআরসি আপনার পাশে থাকবে।

তবে আর দেরী কেন ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।