আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ডোরমেন: ১

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ নবিতার সঙ্গে রাগ করেই বাড়ি ছাড়লো ডোরেমন। মাথায় পাখা লাগিয়ে দুনিয়ার এমাথা ওমাথা ঘুরছে! এমন সময় বেশ সুন্দর একটা ভবন তার নজরে এলো। ব্যস্ততম শহরের মাঝখানে জলের ওপরে দাড়ানো সুদৃশ্য বিল্ডিং। আকাশ থেকে নামতে শুরু করলো ডোরেমন। বাংলায় লেখা সাইনবোর্ড দেখে পেটের মধ্য থেকে একটা ট্রান্সলেটর গ্যাজেট বের করলো। কিন্তু অনুবাদ পড়েতো ২২ শতকের রোবট-বিড়ালটার মাথা খারাপ, এতো সুন্দর ভবনটা শুয়োরের খামার হতে যাবে কেন? ভবনের ভেতর থেকে অশ্লীল গালি-গালাজ ভেসে আসছে; ট্রান্সলেটর গ্যাজেটের বদৌলতে তা হিন্দি হয়ে ঢুকে যাচ্ছে ডোরেমনের মগজে। ও এবার নিশ্চিত-- এটা শুয়োরের খামারই হবে। যাক ট্রান্সলেটর গ্যাজেটের মাক্সীয় অনুবাদ সত্য প্রমাণ করলো বাংলাদেশ। হ্যা বন্ধুরা, ডোরেমন এখন ঢাকায়, সংসদ চত্বরে বসে ফুসকা খাচ্ছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।