আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান সফরে যাচ্ছে ক্রিকেট দল

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ মাসের শেষের দিকে সংক্ষিপ্ত এই সফরে একটি ওয়ানডে ও একটি টি টেয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রোববার এক ই-মেইলে জানায়, “আজ (রোববার) বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি বোর্ডকে জানিয়েছে, পাকিস্তান সফরে রাজি হয়েছে দুই দেশের বোর্ড। সফরে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। ” ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটে বলা হয়, একমাত্র ওয়ানডে ম্যাচটি হবে ২৯ এপ্রিল।

আর টি টোয়েন্টি ম্যাচ হবে পরের দিন ৩০ এপ্রিল। দুটো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আইসিসি কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তার ব্যাপারে পিসিবিকে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা জানাতে বলেছে আইসিসি। এরপর পাকিস্তানে যাবে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট। তারা সরেজমিনে পর্যেবেক্ষণ করে দেখবেন প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া যাবে কী না।

২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি। সেই হামলায় পাকিস্তানের পাকিস্তানের ৬ পুলিশ নিহত হয় এছাড়াও শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার আহত হন। বিসিবি সভাপতি মুস্তফা কামাল বলেন, “পাকিস্তানের জনগণ ক্রিকেট থেকে বঞ্চিত রয়েছে এবং আমরা মনে করি তাদের সমর্থন করা প্রয়োজন। নিরাপত্তা ব্যবস্থা দেখতে লাহোর ও করাচিতে সফর করার সময় আমারা যে অর্ভথ্যনা পেয়েছি তা অনন্য। ” পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ পাকিস্তান সফরে রাজি হওয়ায় বাংলাদেশের সরকার ও বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

রয়টার্সকে আশরাফ বলেন, “পাকিস্তান সফরে রাজি করাতে গত বছর থেকে আমরা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে আসছি। বাংলাদেশের এই সফর পাকিস্তানে খেলা নিরাপদ-এটা অন্য বোর্ডগুলোকে বোঝাতে সহায়তা করবে। ” “পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতির দারুণ উন্নতি হচ্ছে। সরকারের সহায়তা নিয়ে আমরা বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো। এই সফর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,” যোগ করেন তিনি।

এর আগে বাংলাদেশ পাকিস্তান সফরে না গেলে দু দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করার হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে গত পিসিবি পাকিস্তান সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশকে। প্রাথমিকভাবে তিনটি ওয়ানডে খেলার প্রস্তাব দেয় পিসিবি। পরে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার কথাও বলে পাকিস্তান। অন্য সম্ভাব্য দুটি ভেন্যু করাচি ও রাওয়ালপিন্ডি আলোচনায় থাকলেও বিসিবি শুধুমাত্র লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই খেলতে রাজি হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য গত মাসে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যায়। দেশে ফিরে পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেতও দেন বিসিবি সভাপতি। তবে পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধু বাংলাদেশ সরকারের। শ্রীলঙ্কা সিরিজ অর্ধসমাপ্ত রেখে দেশের ফেরার পর থেকে নিরপেক্ষ ভেন্যুতে ঘরোয়া সিরিজ খেলতে হচ্ছে পাকিস্তানকে। এমনকি ২০১১ সালের বিশ্বকাপে ম্যাচ আয়োজনেরও সুযোগ হারায় তারা।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.