আমাদের কথা খুঁজে নিন

   

এক ভবঘুরে স্বপ্ন!!!!!!!!!!!!

কোথায় হারালে তুমি? যে তুমি কিনা দিনের পর দিন স্কুল শেষে বাসায় না ফিরে চলে যেতে ৪-৫ কিলোমিটার দূরে ফুটবল অথবা ক্রিকেট খেলতে;টিফিন এর সময় টিফিন না করে বন্ধুদের নিয়ে কলা বাগানে বসে যেতে তাস খেলতে;তপ্ত দুপুরে মাঠের মাঝখানে হিজল গাছের ডালে ঘুমাতে অবলীলায়;ঝমঝমে বৃষ্টির মাঝেও ২-৩ জন মিলে ক্রিকেট খেলতে;সন্ধ্যার পরেও তোমার শার্ট ও প্যান্টের পকেটে ঝুন ঝুন করে বাজত মার্বেল;পরাক্রমশালী কাল বৈশাখী ঝড়ের মাঝে বন্ধুদের নিয়ে মেতে উঠতে আম কুড়ানোয়;নৌকা নিয়ে নদীর বুকে এলোমেলো ঘুরে বেড়াতে আর বন্ধুদের নিয়ে সাঁতরে নদী পার হয়ে যেতে শুধুমাত্র আম চুরি করার জন্য।বিকেলে সবাই মিলে টহল মারতে গ্রাম থেকে গ্রামান্তরে আর রাতের বেলা হেঁড়ে গলায় গান গেয়ে সবার চোখের বালিতে পরিণত হইতে।আর সেই কিনা তুমি আজ ছোট্ট একটি কম্পিউটার এর সামনে বসে থাকো ঘণ্টার পর ঘণ্টা;বিকেলের পশ্চিমাকাশে আবির রঙের ঘনঘটাও আজ তোমার মনকে উদ্বেলিত করে না;সকালের মিঠে রোদে বের হতেও তোমার শত অনিহা;ফুটবল কিংবা ক্রিকেট খেলো কালেভদ্রে;তাস খেলা আর ডুমুরের ফুল শব্দদুটো তোমার কাছে সমার্থক ন্যায়;সামান্য বিজলীর কারণে জানালোর কপাট লাগাতেও তোমার হাত কাঁপে।তারপরেও কি বলবে তুমি নিজের সত্বা থেকে হারাওনি?তোমার কি আর ইচ্ছে করে না নদীর মাঝে নৌকা নিয়ে ঘুরতে;জেলেদের মাছ ধরা আর পান কৌড়ির ডুব সাঁতার দেখতে;খালি পায়ে মাঠের মাঝ দিয়ে হেঁটে যেতে অথবা তপ্ত দুপুরে ঘুড়ি উড়াতে। নিজের মনকে প্রশ্ন করে দেখো তুমি কি এই মেকি সভ্যতার মাঝে আসলেই সুখি? তোমার মন আসলেই এখানে থাকতে চায় নাকি অতীতে ফিরে যাবার জন্য মাঝে মাঝে বিদ্রোহী হয়ে উঠে? উত্তরটা কি তোমার জন্য আসলেই কঠিন হয়ে যাচ্ছে?যদি কঠিন হয় তাহলে কাউকে জানানোর প্রয়োজন নেই,শুধু নিরবে চোখের জল ফেলে যাও আর ফিরে যাবার নিঃস্বাড় স্বপ্ন দেখো!!!!!!!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।