আমাদের কথা খুঁজে নিন

   

নাম /কোন মেয়ের নাম যদি ইমরান হতো তাকে মনে হয় আমি বাসতাম সবচেয়ে ভালো বেশি ।

বিজ্ঞানী কলিন্স পড়ে চাঁদে যাওয়ার দোয়া। আমি ইমরান মাঝি দেখো ছইয়ের মধ্যে শোয়া রাস্তায় কখনও কোথাও আমার নামটা দেখলেই কেমন যেন অন্যরকম হয়ে যাই। তখন রি্ক্সাচালককে বড় আত্মীয় মনে হয়। মনে হয় ওই বাড়ির সদস্য আমি, যার সামনে টিনের সাইনবোর্ডে লেখা , ইমরান ভিলা। তখন তিন পায়ের রিক্সাটাকে শরীর আর লেখাটাকে মনে হয় আমার মুখ।

আমার বাড়ি পাশে অসুস্থ একটা ছেলের নাম ইমরান । তার জন্য তুলেছি চাঁদা। কোন মেয়ের নাম যদি ইমরান হতো তাকে মনে হয় আমি বাসতাম সবচেয়ে ভালো বেশি । আমার নামে আরও অনেক বাঙালির নাম আছে। এই থেকে প্রমানিত হয় যে, পৃথিবিতে নামের চেয়ে মানুষ বেশি।

আমার পিতা অনেক গাছ লাগিয়েছে বাড়ি। একটা বৃক্ষের নাম রেখেছি ইমরান। এখন ভাবছি শালিক পাখি যেমন কথা বলে ; সে যদি একদিন বলে ওঠে ও পথিক , জালো! আমার নাম ইমরান মাঝি। আমার নামের অক্ষরগুলো দিয়ে এলোমেলো আরও কয়েকটা মানুষের নাম আছে। সেই ব্যক্তিসমুহকেও আমার আপন মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।