আমাদের কথা খুঁজে নিন

   

হে ভারতমাতা (!) ২০১২

আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে হে ভারতমাতা (!) ২০১২ - কাজী মিতুল ভারতমাতা, তুমি মহান ! নিচ্ছে কেড়ে মোদের প্রাণ তোমার ‘সুসন্তান’ তুমি যখন খুশী পানি কাড়ো, যখন খুশী পানি ছাড়ো তুমি মোদের উপর যখন-তখন হানো মৃত্যুবাণ… ভারতমাতা, তুমি মহান ! এই দেশেতে চলে তোমার সব পণ্য আর চ্যানেল তোমার দেশে বন্ধ কেন মোদের টিভি চ্যানেল? তুমি ইলিশ নিলে, পানি নিলে, বিনিময়ে কীই বা দিলে? মোদের ওপর ছড়ি ঘোরায় কেন তোমার জন? ভারতমাতা, তুমি মহান !! একাত্তরে যা দিয়েছ, প্রতিদানে ঢের নিয়েছ এবার মোদের দাওগো ছেঁড়ে, বাঁচাই আপন প্রাণ ভারতমাতা, তুমি মহান…!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।