আমাদের কথা খুঁজে নিন

   

পথিক অপুর আলোকচিত্র - পথে পথে সবার সাথে

চোখের দেখা , মনের কল্পনাঃ আমার লেখা কাল পহেলা বৈশাখে আমি পুরো রাস্তা টই টই করে ঘুরেছি ক্যামেরা হাতে । কোন হুঁশ ছিল না বলতে গেলে , আমার পাশ দিয়ে কোন বাস বা ট্রাক গেলে আমার নিজের সরে যাওয়ার কথা । কিন্তু আমায় সতর্ক করেছে শোভাযাত্রার অন্যান্য সদস্যরা !! এত স্বাধীন ভাবে , এত বেশি ছবি কখনোই তুলিনি । ভাল লাগাটা প্রকাশ করা যাবে না সম্পূর্ণভাবে !! কিছু ছবি এখানে দিয়ে দিলাম । আকাশের বুকে একটুকরো রঙের খেলা যেন এই মুখোশটা ! সকালে শিল্পীদের রবীন্দ্রবন্দনা ।

আমি ভেবেছিলাম ওকে না জানিয়ে ছবিটা তুলব , কিন্তু এই ছোট দারগা আমাকে এমন ভেবে পাহারা দিতে লাগলো যে আমিই ভয়ে ভয়ে কোনমতে ওর ছবি তুললাম । বাচ্চাটা আসলে খুবই লক্ষ্মী । একচুল নড়াচড়া করেনি আল্পনা আঁকার সময় । শিশুদের মুক্ত বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছিল জায়গাটা । বাউলিনী ... জামার হাতা ঠিক করছিল আর আমি মনের মত একটা ছবি পেয়ে গেলাম ।

তোমাকে ধন্যবাদ ছোট্ট আপু । ছোট একটা পরী । একগোছা ফুলের মত লাগছে !! ওদের পরিবেশনা মনোমুগ্ধকর ছিল ! ওরা নেচে যাচ্ছিল আপন মনে .. আর আমি ছবি তুলে নিচ্ছিলাম আপন মনে। । অসাধারণ মিল !! সাবধান!! আমাদের কিন্তু পিছনেও চোখ আছে !! হালুম !! বাচ্চাগুলো এত দুরন্ত যে আমাকে ঠেলে এগিয়ে যাচ্ছিল ।

ওদের যেন অপেক্ষার বাঁধ মানছেনা সামনে যাবার জন্য ! মুখোশ - তবে স্থির নয় ! অস্থির । সারা শহর চষে বেড়িয়েছে এরা দুই ভাই ! রঙ রঙ আর রঙ !!! প্রজাপতি ! লাল ফ্রক টা দারুন ! না ? ওরা এই তাতানো রোদের মাঝে দাঁড়িয়ে ছিল ভ্যানে ! নির্বিকার !! প্রশংসার দাবিদার । - গ্রাম বাংলার বৌ এর সাজে । ওলে আমার যাদু ! তুমিও আল্পনা এঁকেছ !! বাউল - বাউলিনী । আনন্দলোকে মঙ্গলালোকে - মঙ্গল শোভাযাত্রা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।