আমাদের কথা খুঁজে নিন

   

একশ' বছর আগে টাইটানিকের এই টিকেটগুলোই মৃত্যু ডেকে এনেছিল

I realized it doesn't really matter whether I exist or not. প্রথম প্রকাশ (আমার ইংরেজি ব্লগ): These Tickets Brought Down Death A Hundred Years Ago আমি জানি, এগুলো টিকেটের দোষ ছিল না। কিন্তু আজ থেকে ঠিক একশ' বছর আগে এই টিকেটগুলোকে পেলে যাদের ভাগ্যবান বলা হয়েছে, তাদেরই ১৫১৪ জনকে আটলান্টিকের বুকে মেনে নিতে হয়েছে চরম এক নিয়তি, যা একশ' বছর পর আজও আমাদের দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করে। টাইটানিক ও তার ঘটনা অজানা আছে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। আজ থেকে ঠিক একশ' বছর আগে, ১৪ই এপ্রিল ১৯১২ সালে স্থানীয় সময় (গ্রিনউইচ মিন টাইম মাইনাস ৩ ঘণ্টা) ১১টা ৪০ মিনিটে আটলান্টিকের বুকে দুর্ভাগ্য নিয়ে দাঁড়িয়ে থাকা বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খায় টাইটানিক। সেই এক ধাক্কাই ইতিহাস রচনার জন্য যথেষ্ট ছিল।

২,২২৩ জনকে নিয়ে যাত্রা শুরু করা টাইটানিকের ১,৫১৪জনই প্রাণ হারান মধ্যরাতের এই দুর্ঘটনায়। তার সাক্ষী আজও পড়ে রয়েছে সেই আটলান্টিকের বুকেই। গুগল আর্থ থেকে পাওয়া কোঅর্ডিনেট অনুযায়ী টাইটানিকের ধ্বংসাবশেষের প্রতিচিত্র এ ব্যাপারে অবশ্য জেমস ক্যামেরনের একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য রয়েছে। তার বিখ্যাত ছবি টাইটানিক -- এবং অবশ্যই লিওনার্দো ও কেটের দারুণ অভিনয় -- এর কারণেই আজ প্রায় সবাই-ই টাইটানিক সম্পর্কে জানেন। এছাড়াও হৃদয় ছোঁয়া স্ক্রিনরাইটিং-এর ফলে টাইটানিকের পরিণতির শোক কিছুক্ষণের জন্যও যেন দর্শকের মনে অনুভব হয়।

কে জানে, ১০০ বছর আগে টাইটানিকে থাকা ২,২২৩ জনের মধ্যে হয়তোবা ছিল এমনই কোনো জুটি! প্রথম প্রকাশ (আমার ইংরেজি ব্লগ): These Tickets Brought Down Death A Hundred Years Ago  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।