আমাদের কথা খুঁজে নিন

   

৪ বছর বয়সী হেইদি হানকিন্সের আইকিউ আইনইস্টাইন এবং হকিংস এর সমান!!

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে গড়পড়তা একজন সাধারণ লোকের আইকিউ লেভেল হলো ১০০। আলবার্ট আইনইস্টাইন এবং স্টিভেন হকিংস দুইজনেরই স্বীকৃত আইকিউ লেভেল ১৬০। আর ছবির ৪ বছর বয়সী এই ব্রিটিশ মেয়েটির আনুমানিক আইকিউ ১৫৯। ব্রিটেনের উচ্চ আইকিউ সম্পন্ন লোকদের সংগঠন মেনসা তে এই মেয়েটিকে সদস্য করা হয়েছে। বয়স কম হওয়াতে চাইল্ড সাইকোলজিস্ট দিয়ে তার আইকিউ পরিমাপ করা হয়। এ ধরনের উচ্চ মেধাসম্পন্ন শিশুদের লক্ষণগুলো হল: তাদের অসাধারণ স্মৃতিশক্তি থাকে ও খুব অল্প বয়সে পড়তে শেখে। হেইদি ১ বছর বয়স থেকেই কম্পিউটার চালনা, ২ বছর বয়স থেকে সব বই পড়া, গনণা করা ইত্যাদি করতে পারে। ৩ বছর বয়সে সে ৭/৮ বছর বয়সীদের সব বই পড়ে শেষ করে ফেলে। ব্রিটিনের মেনসা সোসাইটির আরেক গণিতবিদ ক্যারল ভোরডারমেন (আইকিউ ১৫৪) কে সে অংকের খেলায় হারিয়ে দিয়েছে। -------------- ঠ্যাংনোটঃ আইকিউ সোসাইটি অব বাংলাদেশের ব্লগারদের আইকিউ এর একটি পরিমাপ করেছে, এটা নিম্নরুপঃ ছাগআস্তিক/ছাগনাস্তিক=৩৩ জনপ্রিয় ব্লগার=৯১ সাধারণ ব্লগার=৮৩ ছাগু=৫ ব্লগের মডারেটর=.০০১  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।