আমাদের কথা খুঁজে নিন

   

আই পি এল, সাকিব, ক্রিক ইনফো এবং কিছু কথা...

আমি নিজে একজন ক্রিকেটের ভক্ত। সাকিব আই পি এল এ খেলছে বিধায় ক্রিক ইনফো (ক্রিকেটের জন্যে এক নম্বর ওয়েব সাইট) তে এখন নিয়মিত কলকাতা নাইট রাইডারের ম্যাচ প্রিভিউ গুলো পড়ছি। সাকিব কে প্রথম ২ টা খেলাতে না নেয়াতে খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে আমাদের কি বা করার ছিল ! বিশ্বের বাঘা বাঘা ক্রিকেট বিশেষজ্ঞরা সাকিব কে না নেয়াতে তীব্র সমালোচনা করেছেন (অবশ্যই মার্জিত ভাবে)। কলাকাতা ও এর মাশুল দিয়েছে সাকিব বিহীন ২ টা ম্যাচ খেলে।

সাকিব ও ২ টা ম্যাচে সূযোগ কাজে লাগিয়ে বুঝিয়ে দিয়েছে ওকে ছাড়া কলাকাতা দলটাই ভারসাম্যহীন ! ওকে না নেয়ার জবাব তাই কলকাতা টিম হাতে নাতে পেয়ে গেছে ! আমার দুঃখ টা সে যায়গায় না ! ক্রিক ইনফো’র প্রিভিউ শেষে প্রত্যেকের কমেন্ট করার সূযোগ আছে; যেখানে ঢু দিলেই দেখবেন বেশীর ভাগ কমেন্ট ই বাংলাদেশী ক্রিকেট ফ্যানের। সেখানে অনেকেই তীব্র ভাষায় প্রতিবাদ (“যেমন ইন্ডিয়ান কোন প্লেয়ার সাকিবের কাছে ধারেও না” – এর চেয়েও কঠিনভাবে) করেছে । ভারতীয় কিছু ক্রিকেট ফ্যানও এসব কাদা ছোড়া-ছুড়িতে যোগ দিয়েছে !!! শেওবাগ, সিধু কিংবা রমিজ রাজা আমার পছন্দের তালিকাতে নেই কারন এরা বিভিন্ন সময় বাংলাদেশকে ছোট করেছে (এক্ষেত্রে আতাহার আলীর জন্যে আমার মাঝে মাঝে খুব গর্ব হয়- কারন কত সুন্দর ভাবে তিনি ওদের ট্যাকেল দিয়ে আসছেন!) কিন্তু তাই বলে আমরাও যদি এদের মতন করি তাহলে আমাদের সাথে এদের তো আর পার্থক্য থাকলো না ! তাছাড়া ক্রিক ইনফো সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা দেখে। এসব কমেন্ট পড়লে নিঃসন্দেহে ওরাও আমাদের ভালো ভাবে দেখবেনা। কেও কখনো অপমানিত করলে এর জবাব মুখে না দিয়ে পারফর্মেন্স দিয়ে দিতে হবে যেটা সাকিব প্রতিনিয়ত করে যাচ্ছে –আর আমাদের উচিত এ সময় ওকে পজিটিভলি সাপোর্ট দিয়ে যাওয়া ! মনে রাখতে হবে; কথা দিয়ে খুব কম সময় ই সমীহ আদায় করা যায়।

নিজেকে যোগ্য করে নিলে সেদিনের সেই তীব্র সমালোচনাকারীও নিজেকে ১৮০ ডিগ্রী ঘুরিয়ে দেখবেন আপনার জয়গান ই গাচ্ছেন ! আর আরেকটা কথা - সম্মান করলেই কিন্তু সম্মান পাওয়া যায়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।