আমাদের কথা খুঁজে নিন

   

দুটি কবিতা

ব্রতচারী ১। বিদায় চলে যাব অজানা দেশে অবশেষে নিমিষে। । কখনো হবেনা হেলা ভোর কিংবা সন্ধা বেলা । ।

এ ধরণী, বহুচেনা হবে অচেনা । । প্রেয়সির বন্ধন ছিড়ে ঠাই হবে নীড়ে। আদরের, প্রিয়তমা করিও ক্ষমা। ।

চলে যাব অজানা দেশে অবশেষে নিমিষে। । রাহাত নিউ ইর্ক: এপ্রিল ১১, ২০১২ ৩০ চৈত্র ১৪১৮ ২। স্বাগতম চৈত্র দুপুরের তপ্ত রুদ্রের ঝন ঝনানি নিমগ্নতায় ঘুঞ্জন শুনি বসন্ত কুকিলের কুহু কুগু ধ্বনি গ্রীষ্মের আগমনীর বাণী.... । বর্ষার ঝর ঝর বৃষ্টির শব্দ হেমন্তের সবুজ দেউয়ের খেলা শীতের পিঠা উত্সবের গন্দ ঋতুরাজ বসন্তের ফুলের মেলা...।

অতিথি পাখির বিদায়ী গান চিত্রের আকাশের ঘর্জন হোক নব বর্ষের এই স্লোগান "রুখিব অন্যায় , খুন আর দর্শন"...। রাহাত নিউ ইর্ক: এপ্রিল ১২, ২০১২ পহেলা বৈশাখ ১৪১৯ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।