আমাদের কথা খুঁজে নিন

   

৩৪ তম বিসিএস প্রিলির রেজাল্ট প্রকাশিত, উত্তীর্ন ১৭০০০+

ভাগাড়ের তেলাপোকা চলল সমুদ্র দেখতে যা ভাবতে পারিনি তা'ই ঘটে গেল । এইমাত্র ৩৪তম বিসিএস প্রিলি-র রেজাল্ট দিল। প্রশ্ন খুব সহজ ছিল । অনায়াসেই অনেকে ৮০-৮৫ পাবে। তাই আশাবাদী ছিলাম না।

রেজাল্ট দিতে পারে শুনে সকাল থেকে বারবার ঢুঁ মারছি পিএসসির ওয়েবসাইটে। এইমাত্র সেই চেষ্টার ফল পেলাম । রেজাল্ট ডাউনলোড করেই খুঁজে পেলাম আমার রোলটা..............সাথে সাথেই চেঁচিয়ে উঠলাম খুশিতে...... .... .... .... .... .... .... ..ইয়েস ....ইয়েস ....আমি পেরেছি ............................. মাথায় টোকা দিয়ে আমার বউ আমাকে জাগিয়ে দিল ঘুম থেকে । ঝাড়ি দিল একটা ''ঘুমের মধ্যে এত চিল্লাও ক্যান? আর এই দুপুরবেলা তোমারে ঘুমাইতে বলসে কে? সারদিন খালি ফেসবুক আর ঘুম ! এই ঘুমের জন্যইতো কিসু করতে পারলা না। এইভাবে ঘুমাইলে বিসিএস হবে?ঘুম আর ফেসবুক বাদ দিয়া পড়ালেখা শুরু কর! যত্তসব............'' রাগে গজ গজ করতে করতে আমার বউ রান্না ঘরে চলে গেল।

এইফাঁকে ঘুম ঘুম চোখে আমিও সামুর জন্য এই ছোট গল্পটা লিখে ফেল্লাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।