আমাদের কথা খুঁজে নিন

   

এক দশকেরও বেশি হয়ে গেলো, বটমূলের বোমা হামলার মূলে যাওয়া গেলো না।

http://www.myspace.com/423882880/music/songs/31785002 কত সরকার এলো, কত সরকার গেলো রমনার বটমূল রক্তাক্ত করে দেয়া বোমা হামলার কোনো কূল কিনারা হলো না। ১১ বছর পেরিয়ে গেছে। তবে এরপরও ধন্যবাদ ছায়ানট, সারা বাংলাদেশের সকল সাংস্কৃতিক গোষ্ঠী বা দলকে যারা বৈশাখে তাদের সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে গেছেন। কোনো বাধায় নিজস্বতাকে বিসর্জন দেইনি আমরা। আমরা থামিনি, আমরা থামবো না।

মুক্তিযুদ্ধের স্বপক্ষ- বিপক্ষ, ক্ষমতায় যখনই কেউ গেছেন রমনার বটমূলের বোমা হামলার বিষয়টি নিয়ে ঘোলাটে আচরণ করেছেন। কারণ কি একটাই, সেদিন আওয়ামী লীগ বা বি এন পির কোনো কর্মী মারা যাননি! ২১ আগস্ট এর গ্রেনেড হামলার চেয়ে এর গুরুত্ব কোনো অংশেই কম নয়। যাহোক, গত বছর গুগলে চাইনিজ নিউ ইয়ারের ডুডল দেখে মন বলছিলো- যদি সামার ফ্যাস্টিবল হিসেবে আমাদের নববর্ষের ডুডলটা গুগলের সুবাদে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া যেত। হয়তো এ ব্যাপারে সংশ্লিষ্ট কেউ উদ্যোগ নিবেন। সবার জন্য বাংলা নববর্ষ ১৪১৯ এর শুভেচ্ছা।

শুভ নববর্ষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।