আমাদের কথা খুঁজে নিন

   

শুভ নববর্ষ ১৪১৯

একটি বছর ঘুরে আবার আসে বৈশাখ নতুন রঙে রাঙাতে মন বাংলার রঙ লাগে সবার মনে হরেকরকম রঙ সুখের রঙ দুখের রঙ রঙ আনন্দ ব্যথার বদলাচ্ছে রঙ বাংলাদেশের জন্মলগ্ন থেকে সুখের রঙটা প্রতিদিনই কালচে হচ্ছে দেখছে মানুষ, বুঝছে মানুষ তবুও কেন নীরব থাকে? এত কষ্ট তবুও ক্লিষ্ট মানুষ হচ্ছে পিষ্ঠ রঙের আরো কত রঙ দেখবে মানুষ সবরঙের মিলন কিন্তু হবে কালো। বৈশাখ আসে, আসে নতুন বছর নতুন কিছু আসে না মানুষের ভেতর রঙ দিয়ে তো যায়না ঢাকা গহীন কষ্ট, দুঃখ, বেদনা- তাইতো মানুষ রঙ মেখে হচ্ছে ফানুস। স্বপ্ন আছে দেখবো একদিন বোশেখ আসবে নতুন করে নতুন বছর নিয়ে বাঙালীরা আসবে সেদিন নতুন বাঙালী হয়ে। সব্যসাচী চঞ্চল ১ বৈশাখ ১৪১৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।