আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তআসর স্থান করে নিল প্রথমা থেকে প্রকাশিত ‘একাত্তরের বীরযোদ্ধা’বইয়ে

বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই। কী ভালো লাগছে! বুঝাতে পারবো না। চোখে আনন্দের জল এসে যায়। স্বপ্ন দেখে ছিলাম একদিন দেশের সেরা বীরদের নিয়ে কাজ করব। এর লক্ষে গড়ে তোলো চেষ্ঠা করি মুক্ত আসরকে।

শুরু থেকে অনেক রক্তক্ষরণ ,অনেক ভয়, অনেক অসহায়ত্ববোধ করেছিলাম। ভেবেছিলাম হয়তো পারবো না। কিন্তু মনে জোর বিশ্বাস ছিল আমি পারবই। মুক্ত আসরের মুক্তবন্ধু মহিউদ্দিন শেখ, স্বর্ণময়ী সরকার, তাসনুভা জাহান,ওমর ফারুক, নাশিদ মুস্তারি,জান্নাতী, সিরাজ উদ্দিন যাঁরা আমার প্রাণ ও প্রেরণা চালিকা শক্তি। সতিই তাঁদের ঋণ কখনো শোধ করার মতো না।

আজ যখন প্রথমা থেকে প্রকাশিত হলো ‘একাত্তরের বীরযোদ্ধা’ বইটি। মোড়ক উন্মোচনের সাথে বুকটা ভরে উঠে, আনন্দে চোখ জ্বলজ্বল করে জ্বলে উঠে। মনের গহীনে শুধু একটা কথা বেজে উঠে সত্যিই আমাদের লেখা নিয়ে বই বের হলো। এই আনন্দ আর কখনো আমরা জীবনে দ্বিতীয় বার আসেনি। অনেক কথা মনের ভিতরে বাসা বাঁধে আছে যা আজ প্রকাশ করতে পারছি না।

এখন আমাদের অনেক কাজ, অনেক দায়িত্ব। পাঠকবন্ধুরা, আপনার আমাদের জন্য দোয়া করবেন যাতে করে এই দেশের শ্রেষ্ঠ বীরদের, দেশ সম্পদগুলো সারাবিশ্বে তুলে ধরতে পারি। জয় হোক মুক্ত আসর, জয় হোক আমাদের স্বপ্ন, জয় হোক আপনাদের ভালোবাসা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।