আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ তা’আলা সামলে নেবেন

সোজা ও সহজ পথ যখন বাচ্চা প্রথমে হাটুঁতে দাড়ায়, একটু পা বাড়ায় তখন বাবা চায় আমার সোনা চলতে শিখুক। বাবা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বাচ্চাটাকে ডাকতে থাকেন “আমার সোনা-বাবা আমার কাছে এসো”। বাচ্চার এটুকু চেষ্টা করলে পড়ে যাবার আশঙ্কা থাকলেই বাবা দৌড়ে এসে নিজের সোনাকে কোলে জড়িয়ে ধরেন। যখন মা-বাবা নিজের সন্তান-সন্ততির সঙ্গে এই ধরনের ব্যবহার করে থাকেন তবে আল্লাহ তা’আলা যিনি রহমান ও রহিম, যিনি মা-বাবার খালেখ, যিনি মামা আর বাবার হৃদয়ে প্রেম ও ভালবাসা গেঁথিয়ে দিয়েছেন, কি উনি নিজের বান্দাকে এমনই অসহায় ছেড়েদেবেন? অবশ্যই না। কেঊ যদি আল্লাহ তা’আলার দিকে চলবে, একটু পা ফেলবে আর পড়ে যাবার ঝুঁকি আসলেই আল্লাহ তা’আলা তাকে পড়তে দেবেন না বরং এগিয়ে এসে সামলে নেবেন। অতএব আল্লাহ তা’আলা দেখতেচান যে আমার বান্দা আমার রাস্তায় চলছে, সে একটু শ্রমও করছে, তারপর আল্লাহ তা’আলা নিজেই পথ প্রশস্ত করে সঠিক স্থানে পৌঁছেদেবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.