আমাদের কথা খুঁজে নিন

   

সুখ অসুখ

নাচো।নাচো।ও ইচ্ছে, তুমি তোমার ইচ্ছে মতো নাচো.... ও অসুখ, তোর ইচ্ছের কি সুখ? তুই নাচ , তোর ইচ্ছে মতন নাচের নাচন, তারপর অই অসুখ এসে মারবে সপাট লাথ তোর সাজানো ব্যালকনিতে । যখন শুনবো গোংগানি তোর, দেখবি কেমন যমুনা থেকে সকল নৌকা টেনে আনি। আনবো নৌকা। মারবো ছক্কা। তোর সারবে অসুখ। আর দেখিস কেমন কাঁপবে অবুঝ ,লুডো খেলার (জুয়া খেলার) আসনখানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।