আমাদের কথা খুঁজে নিন

   

''পতিতালয়''

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম আমি বুঝতে পারি না কেন এই পতিতালয় মেয়ে জাতি কি শুধু ভোগের পণ্য রাত হলেই কি পুরুষরা তা ভোগের জন্য মরিয়া হয়ে ওঠে এমন কেন ? কেন এই পশুত্বটা ?? হে ! অবশ্যই নারী প্রিয়তমা, স্ত্রী, মা, বোন...... পতিতালয় সে এক নরক জায়গা বলে সবাই কিন্তু যারা পতিতা তারা সবাই পরিস্থিতির নির্মম শিকার যা বাধ্য করেছে তাদের এমন হতে প্রথম আমাদের পুরুষ সমাজ শেষ পর্যন্ত আমরা, এই পুরুষজাতি আমি যে লিখছি, আমিও তো পুরুষ তবে কি আমিও বর্বর না ! না ! এ হতে পারে না...... তাহলে তো আমার মা’র মাতৃত্বের শ্রেষ্ঠত্বই থাকে না আমি এরকম শিক্ষা পাইনি প্রকৃতি থেকে, মার কাছ থেকে আমি মানি, বিশ্বাস করি ভালবাসার মাধ্যমে পুরুষ, নারীর মিলন হয় তারা দুইজন দুজনকে ভালবাসবে, প্রেমে জড়াবে তার মানে এই নয় এটা কলঙ্ক আজ তাহলে আক্ষেপ করে বলতেই হয় কেন এই পতিতাদের পতিতালয় আমাদের স্বাধীনতা এর জন্য অর্থহীন আমি বিশ্বাস করি,,নারী জাতি মা, বোন, প্রেমিকা, স্ত্রী নারীর সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত, তার ভালবাসা তাই বলে এই নয় পতিতাদের ঘৃণা করো তারাও কারো বোন, কোন স্নেহময়ী মায়ের নাড়িছেঁড়া ধন মাতৃত্বের অহংকার।। (৮-৮-২০০৭)

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।