আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশে জন্মই কি আজন্ম পাপ?

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করছে... "আমি কোন দলের না। আমি সাধারণ জনগণের অংশ। আমি গত নির্বাচনে 'না' ভোট দিয়েছিলাম, কারণ আমি যোগ্য কোন প্রার্থী পাইনি।

আমি মানবতাবিরোধী, ধর্ম বিরোধী, স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, সাধারণ জনগণের স্বার্থ বিরোধী সকল অপরাধের সুস্পষ্ট শাস্তির দাবী জানাই। শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসাবে আমার এই দাবী। আমি কোন ঘৃণ্য ও মিথ্যা আদর্শের সৈনিক না। " আমার যা বলতে ইচ্ছা করছে আমি বলে দিলাম। কেউ কমেন্ট না করতে চাইলে করবেন না, কিন্তু আমার এই বক্তব্য যেন কোন পলিটিক্যাল ধারায় প্রবাহিত করার দুঃসাহস কেউ না করে।

হালকা একটু সতর্কই করে দিলাম। এই দেশে কি সাধারণ জনগণ হয়ে থাকা সম্ভব না? কোন নীতির কথা বলা এখানে পাপ। যুদ্ধাপরাধীদের বিচারের কথা বললে হতে হয় আওয়ামীলীগ, মহিলা সাংবাদিক পেটানোর বিরুদ্ধে কথা বললে নাস্তিক, বিশ্বজিৎ হত্যার বিচার চাইলে বিএনপি আর একজন মুসলমান হিসেবে একটা ধর্মের কথা বললে হতে হয় জামাত শিবির। এইগুলা কি রাজনৈতিক দলগুলো কিনে রেখেছে? জনগণের কি কোনই অধিকার নেই কিছু বলার? আমরা অনেক সহ্য করেছি, আর না। আমাদের বলার সময় এসেছে।

আমরা এখন বলবো, আর নষ্ট রাজনীতির অনুসারী কয়েক লাখ মানুষ শুধু শুনবে। তারা শুনতে বাধ্য। এটাই বাংলাদেশের আইন। আমি বলে দিলাম। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।