আমাদের কথা খুঁজে নিন

   

এপিএসকে বরখাস্ত করল সুরঞ্জিত, সুরঞ্জিতকে বরখাস্ত করবে কে?

সেইদিন যাচ্ছিলাম ঢাকা থেকে ট্রেনে অন্য জেলায়। ভোরে লাইনে দাড়িয়েও শুনতে পেলাম সিট শেষ, স্ট্যান্ডিং টিকিট আছে। অথচ, টিকিট কিনে যেয়ে দেখি পুরো বগি ফাকা। এখন কি করতে হবে, সেখানকার চেকার বলল যে, 'বসতে চাইলে ৪০ টাকা লাগবে। ' দেখুন রেল যোগাযোগের মাঠ পর্যায়ের চিত্র।

সেই রেলমন্ত্রী হল সুরঞ্জিত চোর। অর্থ কেলেঙ্কারির পর সমালোচনার মুখে নিজের সহকারী ওমর ফারুক তালুকদারকে বরখাস্ত করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত বলেছে, “তাকে (ফারুক) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকালে চিঠি জারি করা হয়েছে, এটা আমিই স্বাক্ষর করেছি। বুধবার সকাল থেকে তা কার্যকর হয়েছে।

” লিঙ্ক বাটপারটা নিজেই চুরি করার নির্দেশ দিয়ে ধরা খাইছে, এখন দোষ চাপাইতেছে চুনো-পুটিদের উপর। সুরঞ্জিত চোরটা যে একটা দেশখেকো কুত্তা, সেটা আগেই ধারণা করেছিলাম। ওকে দেশদ্রোহী হিসেবে বরখাস্ত করা হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।