আমাদের কথা খুঁজে নিন

   

কাক সিরিজ - ৭

mail.aronno@gmail.com পাখি নেই, তুমি নেই নেই অভিশাপ এমন সময়ে সুন্দর বড় আমার মৃত কাক প্রতিটি শিরার মাঝে আমারই খুন বিচিত্র নেশায় ছোটে পায়ের তলায় ঘুড়িহীন, সুতোহীন নাটাই মেলায় হাতে হাতে শোভা পায় বিচিত্র সাপ ধুকে ধুকে থেমে গেলে হৃদয়ের কল ডানা মেলে হেসে ওঠে কাক-পরকাল গাছহীন, ফুলহীন বিধাতার বন হেসে খেলে ফল খায় রাম ও রাবণ মেঘ নেই, জল নেই এমন আকাশ কাকের মাংস হলো তোমার প্রসাদ ২১.০৮.১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।