আমাদের কথা খুঁজে নিন

   

মন হয়ে যায় রবী

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না! বর্ষা কালের মেঘলা আকাশ আমায় বলে কবি হতে শাদা কাশের বনের মতো সতেজ রংয়ের ছবি হতে তাইতো মেঘের ডাকে- মন হয়ে যায় উড়নচন্ডি মন হয়ে যায় কবি মন হয়ে যায় শুভ্র আকাশ মন হয়ে যায় রবী রবী মানে রবীন্দ্রনাথ ঠাকুর ভিষন প্রিয় কবি তিনি আমার ছোট কাকুর কাকু বলেন আমি যেন তার মতো ই লিখি আমি বলি কওতো কাকু লিখতো তিনি কি কি কাকু বলেন ওরে- তার লেখা যা বই আছে সব পড়তে হবে তোরে যে মেঘ দেখে তোর কচিঁ মন হয় উতলা রোজ দেখ খুজে সেই মেঘের ভাজেই পাবি রবীর খোজ ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।