আমাদের কথা খুঁজে নিন

   

ভারতকে সীমান্তের জিরোলাইনে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিয়েছে সরকার ।

ভারত এতদিন বিডিআরের আপত্তিতে নোম্যানস ল্যান্ড থেকে দুরে নিজেদের সীমানায় কাঁটাতারের বেড়া দিত। ভারত সবসময় বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের জিরোলাইনে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছে, কিন্তু বিডিআর সদস্যদের তিব্র বাধার মুখে তাদের সে আশা পূরন হয়নি। এই সরকার দাদাদের সাথে বিডিআরের এই বেয়াদবি মেনে নিতে পারছিলনা। তাই দাদাদেরকে সীমান্তের জিরো পয়েন্টে বেড়া নির্মাণের অনুমতি দিয়েছে । ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রসচিব মনোজ কুমার গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বাংলাদেশ সরকারের অনুমতির কথা জানান।

ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সূত্রে টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। স্বরাষ্ট্রসচিব মনোজ সাংবাদিকদের বলেন, ‘ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ওই দেশের সীমান্তের জিরো লাইনে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিয়েছে। ’ তিনি জানান, ভারত দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম এলাকার সীমান্তের জিরোলাইনে বেড়া নির্মাণ করতে চাইলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) আপত্তি জানায়। এ কারণে দীর্ঘ দিন ধরে ওই বেড়া নির্মাণের কাজ বন্ধ ছিল। এখন শিগগির কাজ শুরু হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.