আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী বাজার ডটকম, রাজশাহীতে সর্বপ্রথম ইকমার্স

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই বাংলাদেশে ইকমার্স বা অনলাইন শপ বলতে এখনও বিদেশে অবস্থিত বাঙ্গালীদের উপহার পাঠানোর উপর নির্ভরশীল। দেশেই ঘরে বসে বাজারের সুবিধা এখ্নও সেইভাবে চালু হয়নি অনেক সীমাবদ্ধতা রয়েছে বলে। উত্তরবঙ্গের লোক, বিশেষকরে রাজশাহীর লোকজনদের রয়েছে ঘরকুনো স্বভাব। তারা খুব বেশি উচ্চাকাংখী নয় এবং অল্পতেই তুষ্ট। ফলে বিদেশতো দুরের কথা ঢাকাতেও অনেকে যেয়ে বেশিদিন শান্তি পায়না।

ফেরত এসে এলাকাতেই ছোটো খাটো কাজ করে দিন পাড়ি দেয়। ইদানিং হয়তো এ অবস্থার পরিবর্তন ঘটছে সময়ের প্রয়োজনে। বছর খানেক হলো আমরা একটি ইকমার্স চালু করেছি রাজশাহী বাজার ডট কম (http://www.rajshahibazaar.com/) নামে। যারা রাজশাহীর সন্তান কিন্তু দেশের বাইরে থাকেন কিংবা রাজশাহীতে আত্নীয়-স্বজন আছেন তাদেরকে উপহার পাঠাতে চান তাদের জন্য। বিনা প্রচারেই বিগত বছরে যতটুকু সাড়া পেয়েছি তাতে মুটামুটি চলে যায়।

কিন্তু কিছু প্রচার প্রসারও প্রয়োজন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।