আমাদের কথা খুঁজে নিন

   

কথা আর ইশারায় চলবে টিভি!

♥আলোর কাছে অন্ধকার পরাভুত হয় , ন্যায়ের কাছে অন্যায় পরাজিত হয়, আর সত্যের কাছে মিথ্যার পরাজয় সবসময়ই হয়। । টেলিভিশনের প্রযুক্তিতেও লেগেছে ‘স্মার্ট’ প্রযুক্তির ছোঁয়া। এটি যেমন ক্রমশ পাতলা হচ্ছে, তেমনি পর্দার আকারও বড় হচ্ছে। ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তির ছোঁয়াও লেগেছে টেলিভিশনে।

সমপ্রতি লাস ভেগাসের এক প্রদর্শনীতে স্যামসাং দেখিয়েছে কথা-চালিত টেলিভিশন। মজার এ টেলিভিশনটি ‘চ্যানেল ২’ বললে স্বয়ংক্রিয়ভাবে সেই চ্যানেলে চলে যাবে। ‘ভলিউম আপ’ বললেও কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে। এতে সংযুক্ত করা হয়েছে বিল্ট-ইন ক্যামেরা এবং মাইক্রোফোন। ফলে ইশারাতেও চলবে এ টেলিভিশন।

অনুষ্ঠান দেখার পাশাপাশি এতে আবার ইন্টারনেট ব্রাউজ করার সুবিধাও রয়েছে। এটি সব সময় ইন্টারনেটে যুক্ত থাকবে। থাকবে সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের সুবিধা। কোনো অনুষ্ঠান দেখতে দেখতে ফেসবুক-টুইটার এবং কি আমাদের প্রিয় ব্লগ সামুরে পড়তে ও মন্তব্যও করা যাবে। ভবিষ্যতে হয়তো রিমোট কন্ট্রোলটি হারিয়ে যাবে।

আর তখন কথা বলে কিংবা হাত-পা নাড়িয়ে টিভিকে দেওয়া যাবে প্রয়োজনীয় নির্দেশনা। একই প্রদর্শনীতে প্যানাসনিক প্রদর্শন করেছে ইন্টারনেটবান্ধব এক টেলিভিশন। এটি ফেসবুক-টুইটারের হোম পেজ থেকে বিভিন্ন বার্তা স্বয়ংক্রিয়ভাবে দেখাতে পারবে। মজার ব্যাপার হলো, এ টিভির পর্দা মাঝখান থেকে দুই ভাগ করা যাবে। তখন এক পাশে টিভি চলবে এবং অন্য পাশে স্কাইপ ব্যবহার করে চলবে চ্যাটিং।

এককালের বিরাট সাইজের টেলিভিশন এখন ক্রমশ হারিয়ে যেতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে পাতলা টেলিভিশনও বাজারে আসছে। মাত্র চার মিলিমিটার মোটা বা পাতলা এ টেলিভিশনটি তৈরি করেছে ‘এলজি’। টেলিভিশনের প্রযুক্তিতেও লেগেছে ‘স্মার্ট’ প্রযুক্তির ছোঁয়া। এটি যেমন ক্রমশ পাতলা হচ্ছে, তেমনি পর্দার আকারও বড় হচ্ছে।

ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তির ছোঁয়াও লেগেছে টেলিভিশনে। সমপ্রতি লাস ভেগাসের এক প্রদর্শনীতে স্যামসাং দেখিয়েছে কথা-চালিত টেলিভিশন। মজার এ টেলিভিশনটি ‘চ্যানেল ২’ বললে স্বয়ংক্রিয়ভাবে সেই চ্যানেলে চলে যাবে। ‘ভলিউম আপ’ বললেও কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে। এতে সংযুক্ত করা হয়েছে বিল্ট-ইন ক্যামেরা এবং মাইক্রোফোন।

ফলে ইশারাতেও চলবে এ টেলিভিশন। অনুষ্ঠান দেখার পাশাপাশি এতে আবার ইন্টারনেট ব্রাউজ করার সুবিধাও রয়েছে। এটি সব সময় ইন্টারনেটে যুক্ত থাকবে। থাকবে সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের সুবিধা। কোনো অনুষ্ঠান দেখতে দেখতে ফেসবুক-টুইটারে মন্তব্যও করা যাবে।

ভবিষ্যতে হয়তো রিমোট কন্ট্রোলটি হারিয়ে যাবে। আর তখন কথা বলে কিংবা হাত-পা নাড়িয়ে টিভিকে দেওয়া যাবে প্রয়োজনীয় নির্দেশনা। একই প্রদর্শনীতে প্যানাসনিক প্রদর্শন করেছে ইন্টারনেটবান্ধব এক টেলিভিশন। এটি ফেসবুক-টুইটারের হোম পেজ থেকে বিভিন্ন বার্তা স্বয়ংক্রিয়ভাবে দেখাতে পারবে। মজার ব্যাপার হলো, এ টিভির পর্দা মাঝখান থেকে দুই ভাগ করা যাবে।

তখন এক পাশে টিভি চলবে এবং অন্য পাশে স্কাইপ ব্যবহার করে চলবে চ্যাটিং। এককালের বিরাট সাইজের টেলিভিশন এখন ক্রমশ হারিয়ে যেতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে পাতলা টেলিভিশনও বাজারে আসছে। মাত্র চার মিলিমিটার মোটা বা পাতলা এ টেলিভিশনটি তৈরি করেছে ‘এলজি’।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।