আমাদের কথা খুঁজে নিন

   

‘মুক্তপত্র’

বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই। বের হলে—মুক্ত আসরের মাসিক ভাঁজপত্র ‘মুক্তপত্র’। রয়েছে ৬টি বিষয়: সম্পাদকীয়, একাত্তরের বাংলাদেশ, কিংবদন্তী, যৌবনের গান,দিন-রাত্রি ও আরেক ফাল্গুন। লিখেছেন—মুক্ত আসরের আ.ফ.ম. সোহেল,আশফাকুজ্জামান, মেহেদী হাসান, আইয়ুব সরকার ও কিঙ্কর আহসান। সম্পাদনা করেছেন আবু সাঈদ, সহসম্পাদক কিঙ্কর আহসান। সহযোগিতা করেন মুক্ত আসরের মুক্ত বন্ধুরা। নিয়মিতভাবে প্রত্যেক মাসে প্রকাশিত হবে। আপনারা যাঁরা লেখালিখি করেন দেড়ি না করে লেখা পাঠাতে পারবেন— -মাসিক ভাঁজপত্র ‘মুক্তপত্র’ আপনিও সংগ্রহ করতে পারেন MuktoAsor

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।