আমাদের কথা খুঁজে নিন

   

আট ফুট বাই পনেরো ফুট

আজ সকাল থেকে আকাশের মন খারাপ। অভিমানী কিশোরী ভেউ ভেউ করে কেদে ফেলার আগে আগে যেমনটি মুখ গোমড়া কওে থাকে,ঠিক সেই রকম। সকাল পেরিয়ে দুপুর না হতেই আকাশের মুখটা আরো একটু কালো হয়ে এলো। অতঃপর যা হওয়ার তাইই হলো। ঝমঝমিয়ে নেমে এলো আকাশের কান্না।

মুষল ধারায় বৃষ্টি। তীব্র ব্যথায় মাঝে মাঝে আকাশটা কেমন যেন গুমরে গুমরে উঠছে আর গোঙানির সাথে সাথে ফুপিয়ে ্ওঠার শব্দ। আকাশের সাথে সাথে আমার মনও খারাপ হয়ে গেলো। তার ব্যথা কী জানি না। কিন্তু আমার সব ব্যথারা একসাথে এসে ভিড় করলো আমার মনের জানালায়।

আমার আট ফুট বাই পনেরো ফুট ঘরের ছোট্ট জানালা দিয়ে বাইরে আকাশের কান্না দেখছি। আর বার বার হারিয়ে যাচ্ছি সেই সোনালী দিনগুলিতে। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।