আমাদের কথা খুঁজে নিন

   

ঘর চাইনা

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা ঘর ? সে তো বড় জটিল সমীকরণ । কেউ পারেনা এই সমিকরনের হিসাব মিলাতে । কেউ কেউ জীবনভর শুধু চেষ্টাই করে যায় ! আমি তারে কি করে বোঝাই ঘর কে বড় বেশি ভয় আমার ! ঘর কে আপন করার জন্য কতশত প্রহর আমি কাটিয়েছি চোখের জলে। পারিনি আপন হতে ! ঘর আমার হয়নি , আমিও ঘরের হতে পারিনি তাই নিরবে ফিরে এসেছি শুন্য হাতে । আমি ঘর চাইনা । আমি যেমন আছি তেমন ভালো ! জানি রিক্ত আমি , শুন্য আমি ! তবুও চাইনা তোমাদের সেই ঘর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।