আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম কাটপিস দেখার সুযোগ

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। কিস্তি-২০ প্রিয় মুখ থেকে চাকুরী ছাড়ার পাশাপাশি প্রথম আলোর আলোকিত রাজধানী বন্ধ হয়ে গেলো। তাই কি করা যায় ভাবছিলাম। যুগান্তরের ঢাকা বিষয়ক একটা পাতা ছিল, সেখানে একটা লেখা দিলাম।

প্রথম আলো বের করতে থাকলো অন্য আলো , সেখানে একটা ফিচার দিলাম। কিন্তু রিপোর্টিংয়ের নেশা আমার কাটে না। ইনকিলাবের হাসান মাহমুদ ভাই ডাকলেন তার সাথে বিনোদন পেজে কাজ করার জন্য। সে সময় একমাত্র ইনকিলাবই ফুলপেজ বিনোদন পেজ বার করতো, প্রতিদিন। সাথে সাপ্তাহিক পূর্ণিমাতে।

আমি ক'দিন গেলাম, লেখা দিলাম, ছাপাও হলো। কিন্তু আমি চাচ্ছিলাম মূলধারার রিপোর্টিংয়ে থাকতে তাই ক'দিন এ সব করে একটা ব্রেক নিলাম। এই ব্রেকে আপাতত কয় দিন হাওয়া খাওয়ার ব্যাপার। আমরা বন্ধুরা মিলে নারায়ণগঞ্জে সিনেমা দেখবো বলে ঠিক করলাম। তাই হলো।

বাংলা সিনেমায় প্রথম কাটপিস দেখার সুযোগ হয় সোনামিয়া বাজারের পাশে মুনলাইট সিনেমা হলে। সেখানে একটা ভালো সিনেমাতে খারাপ সিন জুড়ে দেয়া হয়। এ নিয়ে কেউ হই চই করলেন না কেউ-ই। আমরা বন্ধুরা একটু অপ্রস্তুত হয়ে গেলাম। এভাবে , একেবারেই সরাসরি এ রকম কোনো দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।

একদিকে লেক অন্যদিকে পুলিশের ফাঁড়ি। তার পাশেই মুনলাইট সিনেমা হল। এ হল আমরা প্রায়ই সিনেমা দেখাতাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরুর দিকে আমার লম্বা চুল ছিল। পরে এটা কাটিয়ে ছোট করে ছিলাম।

কারণ বিএনসিসি। এখানে ভর্তি হলাম আর্মি উইংয়ে। তাই চুল কাটা বাধ্যতামূলক। চুল যেহেতু কাটলাম, তাই আর্মি ছাটই দিলাম। সিনেমা হলে আমরা দুই বন্ধু বাবু এবং আমি দুজনেই তাই ওদের চোখে পুলিশ।

যাওয়া মাত্র গেট খুলে এগিয়ে আসত, স্যার বসেন। আমরা বসে পড়তাম। একদিন ওদের কারো একজনের সন্দেহ হয়। কাছে এসে জানতে চায়, কোন থানায় আছি। বাবু বলল, আর্মিতে।

এটা শুনে পরবর্তী আরো কয়েকমাস ফ্রি সিনেমা দেখা গেলো। হা হা হা। দিনপার করার পাশাপাশি আমি চিন্তা করলাম আর কী করা যায়। বিশ্ববিদ্যালয়ের পড়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের সাংবাদিকতা করাটা কঠিন হয়ে উঠছিল। এতে করে পড়াশেনা বিশেষ করে ক্লাশ করাটা সমস্যা হয়ে যাচ্ছে।

তাই ভাবলাম বিশ্ববিদ্যালয় রিপোটিংয়ে ঢোকা যায়। পরামর্শটা দিলেন রাজিব ভাই। রাজিব নূর এখন প্রথম আলোতেই আছেন। সে সময়ও ছিলেন। মাঝখানে আরটিভি, নিজের প্রকাশনা সংস্থা হয়ে ইত্তেফাক, তারপর প্রথম আলোতে ফিরেছেন।

রাজিব ভাই বললেন, প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার সম্রাটের সাথে দেখা করতে। সে মুহসিন হলে থাকে। এক সকালে তার রুমে গিয়ে হাজির হলাম। অনুৎসাহিত করার যতগুলো পথ আছে, তার সবগুলোই তিনি অনুসরণ করে আমাকে সাংবাদিকতা করতে না করলেন। যদিও তিনি একজন সাংবাদিক , এখনো তিনি এ পেশাতে আছেন এবং এক সাংবাদিককে তিনি জীবনসঙ্গীনী হিসাবে বেছে নিয়েছেন।

অনেক্ষন আলাপের পর আমি ফিরে এলাম। কিন্তু আমার সিদ্ধান্ত থেকে দূরে সরার কোনো কারণ খুঁজে পেলাম না। তাই নিজেই আজকের কাগজের অফিসে গেলাম। সে সময় এটি বের হতো মহাখালী থেকে। অফিসে চিফ রিপোর্টার মেসবাহ ভাইয়ের সাথে দেখা করে জানালাম, আমি বিশ্ববিদ্যালয রিপোর্টার হিসাবে কাজ করতে চাই।

উনি আমাকে বেশ উৎসাহ দিলেন। সে সময় তাদের রিপোর্টার ছিলেন রিপন ভাই। বললেন, উনি চলে গেলে আমাকে নিবেন, আমি যেন রিপন ভাইয়ের সাথে পরিচিত হয়ে আপাতত অপেক্ষা করি। আমি তাই করতে চাইলাম। কিন্তু প্রথম আলোতে আমার এক সময়ের আরেক সহকর্মী বললেন, মানবজমিনে বিশ্ববিদ্যালয রিপোর্টার নিবে।

সুমন ভাই সে সময় তাদের রিপোর্টার। এটা আমার জানা ছিল না। এক দুপুরে আমি মানবজমিন সম্পাদক মতি ভাইয়ের দপ্তরে হাজির হলাম। এটা নিয়ে পরের কিস্তি- ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।