আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম যেন এক দীর্ঘ গান

ঘুম যেন এক দীর্ঘ গান আজকাল সহজে ঘুম আসেনা। প্রথমে হাবি থেকে জাবি তারপর হাবিজাবি চিন্তারা এক সাথে ভর করে । কখনও মনে হয় বয়স বাড়লে তো সহজে ঘুম আসে না তখন বয়সের হিসাব করি। কেনও যেন কলেজে পড়ুয়া এক মেয়ে আমাকে আন্টি বললো। কষ্ট লাগলোনা ,অথচ দোকানে গিয়ে এজ মিরাকেল দেখলুম ।

রেডিও গেম, ঘুম তো আসছেনা । পাথর চাপা কষ্ট আসলে তোমাকে আমার সময় অসময়ে অপ্রয়োজনে দরকার। আসলে কাউকে তো দরকার। কিন্তু এটা তোমার মাথা ব্যাথার কিছুনা । কয়েকদিন আগেও যারা একে অন্যের দুখে সুখে ভাগ ছিলো ,এখন স্বার্থপরের মত দূরে সরে গেছে ।

সম্পক গুলো সুন্দর আর অটুট মনে হলেও এমনটা হয়না । এই সব ছাইপাশ স্মৃতি রেখে লাভ কি,আর স্মৃতিতে ভালোবাসা রেখেই বা কি হবে । তারচেয়ে এই দুখটা থাকুক,এটা অনেক দামী । তাই আমরা একলা একলা চলতে পারি একটু পর এলার্ম বাজবে,তখন সেটা বন্ধ করে ঘুম দিবো,কিসের জগিং,কিসের কি । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।