আমাদের কথা খুঁজে নিন

   

শেষ বিকেলের আলোয়...

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ... চরম মানসিক বিপর্যস্ততা আর অজস্র কারনে বিপন্ন মনে যখন নিয়মিত বিষন্নতার আসা যাওয়া ঠিক সেই মুহুর্ত কিছুটা থমকে যায়। দুরন্ত গতিতে ছুটন্ত বাসে অসংখ্য গাছ গলিয়ে শেষ বিকেলের কিছুটা আলোর কাছে সারাজীবনের জন্য কৃতজ্ঞ হই। কৃতজ্ঞ হই ব্রায়ান এ্যাডামসের কাছে। অদ্ভুদ এক মিশ্রন। ভয় এবং ভালো লাগার খুব কাছাকাছি থেকেও যে দৃশ্যকে আমি থমকে যেতে বলতে পারি না।

ঈশ্বর সে ক্ষমতা আমাকে দেন নি। এই আলোকেই তো খ্যাতি অর্জন করা লেখকেরা বিভিন্ন নামে উপমিত করেছেন। নদীর উপর দিয়ে ছুটে চলা বাস আর আমার কিশোরী বন্ধুটি, আমার সুখ দুঃখের সমব্যাথি মেয়েটি। কৃতজ্ঞতার জালে জড়িয়ে এই বিকেলটি হারিয়ে যাবে মহাকালের আবর্তে জানি, বাড়ির দিকে ছুটে চলা আমার, বুকের ভেতর সহস্র প্রকারের চাপ সত্ত্বেও বুকে কিছুটা নিঃশ্বাস নেয়ার জায়গা হয়। পার্থিব জগতের সাময়িক অপার্থিব রেশ আমাকে পরম শান্তি দেয়।

নিত্য মন খারাপের মাঝে শেষ বিকেলের মেয়েটির মুখ,মুখের উপর আলোকচ্ছটা আমায় এক অপার্থিব সুখ দেয়। জানি সাময়িক। তারপরেও আমার চরম পাওয়া... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।