আমাদের কথা খুঁজে নিন

   

ফটো আর্কাইভ ১-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (দল পন্থী,লীগ পন্থী স্বাগতম কিন্ত গালাগালি করবেন না।)

জীবনে যা দেখেছি, যা শিখেছি যা শিখছি তাই সবার সাথে শেয়ার করার অপপ্রচেষ্টা……সাথে বানানো কিছু গল্প। টেকনাফ থেকে তেতুলিয়া যেতে দেখেছি যতটা গ্রাম, পাতায় পাতায় লেখা আছে “জিয়া” তোমার নাম। • দুই কিংবদন্তি একান্ত সময়ে আধুনিক বাংলাদেশ গড়তে, লোভের উর্ধে উঠা এক রাষ্ট্রনায়ক-যাকে বলি বাংলার রাখা রাজা। অহংকার না থাকা একজন জিয়াই দেখিয়েছেন কিভাবে মাটির মানুষ হওয়া যায়, কিভাবে সর্বস্ব দিয়ে দেশকে ভালোবাসা যায়। মাটির সাথে, মানুষের সাথে সম্পর্ক থাকলে জিয়ার মতো সাফারী পড়েই মাটিতে বসে পরা যায়।

জিয়াকে বাংলাদেশের স্থপতি না বলে, আমি বলি আধুনিক বাংলাদেশের রূপকার। বাংলাদেশে আজ যে সবুজ বিপ্লব, হাসঁ-মুরগীর খামার, মৎস চাষ, বৃক্ষরোপন, বেসরকারীকরণ, বেসরকারী ব্যাংক বীমা স্থাপন, এনজিওদের কার্যক্রম, কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, সামাজিক বনায়ন-এ গুলো জিয়াই বাংলাদেশে চালু করেছেন। খাল কাটা কর্মসূচীর প্রয়োজনীয়তা কতটা-তা বুঝতে বাংলাদেশকে হয়তো আর ১০ বছর অপেক্ষা করতে হবে। ১০ বছর পর আজকের বাংলাদেশের সব মানুষের অন্যতম দাবী হবে খাল কাটা। আমাদের নদী গুলো যখন তার নাব্যতা হারাবে ভারতের ফাঁদে পড়ে, সারাদেশ ও কৃষি হাহাকার করবে মরুকরণ প্রক্রিয়া হতে মুক্ত হতে।

আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগও একদিন এই দেশে খালকাটা কর্মসূচীতে অংশ নিবে। গন মানুষের নেতা, গনতান্ত্রিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের আর কোন ছবি পাওয়া গেলে পরে যোগ করে দেয়া হবে ফটো আর্কাইভ ২-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (দল পন্থী,লীগ পন্থী স্বাগতম কিন্ত গালাগালি করবেন না। )  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।