আমাদের কথা খুঁজে নিন

   

কালো পিঁপড়ার কবিতা

তিনটি তাঁরাই যথেষ্ট আকাশ ভরা লক্ষ তাঁরা চাইনা আমার একই সরল রেখায় তিনটি তাঁরাই যথেষ্ট আমার পাশে তোমার অবস্থান আজ তাঁরারই মত আপাতদৃষ্টে দূরত্ব সেন্টিমিটার খানেক অথচ তোমার পথে পা বাড়াতেই বুঝলাম পথের দৈর্ঘ্য শত-সহস্র আলোকবর্ষ । মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশ চোখে স্মৃতি গেল বছরের মধুমাস কাঁচা আমের ফালিতে নুন-লঙ্কা গুরো ছিটানো সেই দুপুর; যখন তুমি ক্ষণিকের তরে আমার হয়েছিলে । ফল্গুনের এই সন্ধ্যায় আকাশের ওই তাঁরাগুলো গ্রীষ্মের স্মৃতি থেকে প্রখরতা নিয়ে পুড়িয়ে দিল আমার সবুজ ঘাসের বিছানা । আর তাই লক্ষ তাঁরা চাইনা আমার একই সরল রেখায় তিনটি তাঁরাই যথেষ্ট । যদিও তৃতীয়টির সাথে আমার তাঁরার গ্রহণ তবুও তা তোমার গন্তব্য বলে সাজিয়ে রাখি আমার দৃষ্টির ফ্রেমে বন্দী করে । কল থেকে আর সাজব না এই তাঁরার বেশে চাইনা আর কখনও আমার খোঁজে চোখ রাখ আকাশে । আমার আঙিনার লাউয়ের মাচার নিচে শুকনো ঘাসে ঘুমাবো লতার ফাঁক গলে নেমে আসা জ্যোৎস্নার চাদরে জড়াবো গা, তবু আর পুড়তে চাইনা আকাশ ভরা লক্ষ তাঁরার আলোয় কারণ আমার তিনটি তাঁরাই যথেষ্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.