আমাদের কথা খুঁজে নিন

   

আয় বৃষ্টি ঝেপে কবিতায় লেবুর পাতা করমচা মানে কী ?

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম। আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে লেবুর পাতা করমচা যাহ বৃষ্টি ঝরে যা। আলোচ্য অংশ টুকু শৈশবে পঠিত একটি বৃষ্টি বিষয়ক ছড়া থেকে কপি পেস্ট হয়েছে। এখানে কবি বলতে চেয়েছেন, বৃষ্টি আসলে তিনি বৃষ্টিকে ধান মেপে দিবেন। কারণ তিনি জমিতে অঢেল ধান চাষ কর্তেন।

এখানে কবিদের উদারতার প্রমান পাওয়া যায়। কিন্তু পরের অংশটুকুতে কবি কী বলতে চেয়েছেন- তা আমাদের বোধগম্য নয়। লেবুর পাতা করমচা মানে কী ? লেবুর পাতা মানে লেবু গাছের পাতা। আর করমচা হলো একটি ফল। খাইতে চুক্কা লাগে।

লেবুর পাতার সাথে করমচার সম্পর্ক কী ? আর লেবুর পাতা আর করমচা দিয়ে বৃষ্টি কী করবে তাও এখানে প্রকাশ পায়নি। সামুর সুশীল সমাজের কাছে জানতে চাই, আপনারা কি জানেন, লেবুর পাতা করমচা মানে কী ? পোস্ট শ্যাষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।