আমাদের কথা খুঁজে নিন

   

এখন কান্না পায় না

আমার স্বপ্ন রা আছে ,তাই আমিও আছি এখন কান্না ও পায়না হৃদয় টা মনে হয় শুকিয়ে গেছে চুপসে গেছে চৈত্রের রোদ্দুরে অবাধ্য হৃদয় আর মন ভালোবেসে একাকার করে দিতে চেয়েছে সময় শোনেনি কথা প্রতিপক্ষ ও শোনেনি তবুও ভালোবাসি এক পশলা বৃষ্টির মতন এই নিঃসংগ বসন্তে কোকিল ও ডাকে না চারিদিকে শুধু কাক আর কা কা; আলো ভালো লাগেনা এখন আর শত্রু মনে হয় আলোর কাছ থেকে দূরে যেতে চাই তবুও জানালায় আলো আসে যে আলোর তীব্রতা আমার মন অথবা হৃদয় কারোই সহ্য হয়না প্রবল আবেগ হারিয়ে দেয় আমাকে আমার লৌহ কঠিন স্নায়ু কে করে দুর্বল তবুও কান্না পায় না এ মনে হয় হৃদয় শুকানোর ফল হৃদয় টা যদি বদলে আনা যেতো যদি আরো একটা হৃদয় এনে দিতো কেউ এ হৃদয় টা কে আস্তাকুড়ে ছুড়ে ফেলে দিতাম। কান্না কেনো আসে না??? দরকার এক নদী অশ্রু তাহলে হয়তো বা কিছু টা লাঘব হয়। দুঃখ হয় তখন ই যখন কান্না পায় না কিংবা পুরোনো দিন আর পুরোনো রাত মনে হয় মনে হয় সেই সব নেশাতুর দিন আমি যখন ছিলাম আলোর ভক্ত ছিলাম উজ্জ্বল সূর্য কে আঘাত হানার মত উজ্জ্বল ছিলাম যখন আর এখন এখন কি ????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।