আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান সফরে যাবে না শেখ জামাল ধানমণ্ডি ক্লাব!!!

সত্যবাদী হতে চেয়েও পারলাম না!!! অনিরাপত্তাই প্রধান কারণ পাকিস্তান সফরে যাবে না শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বিসিবি সভাপতি পাকিস্তানে জাতীয় ক্রিকেট দল পাঠাতে প্রায় উঠেপড়ে লেগেছেন। অথচ পাকিস্তানে ফুটবল খেলতে যেতেই অস্বীকার করেছে বাংলাদেশের একটি ক্লাব! এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের গ্রুপ পর্যায়ের খেলা আগামী মাসে হবে পাকিস্তানের লাহোরে। এ টুর্নামেন্টে বাংলাদেশের পেশাদার লিগে চ্যাম্পিয়ন দল হিসেবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের খেলতে যাওয়ার কথা। কিন্তু কাল রাতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের সকালের খবরকে জানান, ‘আমরা পাকিস্তানের এএফসি প্রেসিডেন্ট কাপে খেলতে যাচ্ছি না।

বাফুফেকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে চিঠিও দিয়েছি। ’ -কেন এ সিদ্ধান্ত নিলেন? কাদেরের ত্বরিত জবাব, ‘পাকিস্তানে খেলতে যাওয়ার মতো কোনো নিরাপত্তা পরিস্থিতি এখন নেই। ওখানকার নিরাপত্তা ব্যবস্থা ভীষণ নাজুক। এমন জায়গায় খেলতে যাওয়ার কোনো যুক্তি নেই। ’ এ টুর্নামেন্টে খেলতে না গেলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মোটা অঙ্কের জরিমানা করতে পারে-এটা জেনেও মঞ্জুর কাদের তার দলের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অথচ ঠিক তার উল্টো পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মোস্তফা কামাল। পাকিস্তান সফরে যাতে বাংলাদেশ ক্রিকেট দল যায়-সেজন্য তিনি চেষ্টার কোনো কমতি রাখছেন না! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে তার ব্যক্তিগত কিছু ‘ঋণ’ রয়েছে যে! আইসিসির ভাইস প্রেসিডেন্ট পদটা মোস্তফা কামালকে ছেড়ে দিয়ে পিসিবি সভাপতি জাকা আশরাফ তাকে ঋণে বেঁধে ফেলেছিলেন। সেই ‘ঋণ’ শোধ করতেই মোস্তফা কামাল পাকিস্তানের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলকে ঘুরিয়ে আনতে চান। যাতে করে পাকিস্তান বলতে পারে, ‘পাকিস্তান এখন ক্রিকেট খেলার জন্য নিরাপদ। ’ তবে সমস্যা হল-পাকিস্তান যেদিনই নিজেদের নিরাপত্তা নিয়ে দাবি করে; সেদিনই সেখান থেকে আত্মঘাতী বোমা বিস্ফোরণের খবর মিলে।

জরিমানা হতে পারে জেনেও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব পাকিস্তান সফরে না যাওয়ায় ধন্যবাদ পেতে পারে। সূচি জানাচ্ছে-আগামী ৮ থেকে ১২ মে লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে এএফসি প্রেসিডেন্ট কাপের এ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। এতে ‘এ’ গ্রুপে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে তাইপের ক্লাব তাইওয়ান পাওয়ার কোম্পানি, মঙ্গোলিয়ার এরচিম এফসি ও পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাবের সঙ্গে খেলার কথা। তবে শেখ জামাল এখন এ টুর্নামেন্ট খেলতে পাকিস্তান না যাওয়ায় সূচিতে বদল আনতে হচ্ছে এএফসিকে। সেই সঙ্গে জরিমানার চিঠিও তৈরি করছে তারা।

এইবার বুজেন ঠ্যালা। মূল লেখা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.