আমাদের কথা খুঁজে নিন

   

ডাচ বাংলা ব্যাংক সমস্যা..........কি করব বুঝতে পারতেছি না।

চায়নায় পড়ার জন্য ০১৬৮৪৪৪৩০৮৬, ০০৮৬১৩৭১৯২৭৫০৪৬ www.xueonline.info আমি একটি ব্যাংক একাউন্ট খুলছিলাম ডাচ বাংলা ব্যাংক এ কিন্তু সমস্যা হয় আমি যখন চেক বুক তুলতে যাই, আমি আসলে ভেবেছিলাম যে একাউন্ট খোলার সাথে সাথে চেক বুক পাবো কিন্তু পরে জানলাম যে চেক বুক নিতে হলে আমাকে ৫০০০টাকা একাউন্টে রাখতে হবে তারপর ৫ দিন পরে আমি চেক বুক পাবো। আমি পড়লাম বিপদে কারন আমার ফ্লাইট ছিল ১৩ই মার্চ আর আমি চেক বুক চাইতে গেলাম ৯ তারিখের দিকে। পরে আমি ব্যাংকের কর্মরত স্টাফদেরকে জিজ্ঞাসা করলাম তারা আমাকে জানালো যে আমি অথোরাইজেশন পেপার নিয়ে আমার বাবার নামে অথোরাইজেশন বানালে সেই অথোরাইজেশন পেপার নিয়ে আমার বাবা ব্যাংকে গেলে তারা আমার চেক বুকটি দিয়ে দিবে। ভালো কথা, আমি অথোরাইজেশন পেপার নিলাম সেখানে আমি আমার বাবাকে অথোরাইজড করে আমার বাবার কাছে দিয়ে গেলাম। এখন আমার বাবা যখন অথোরাইজেশন পেপার নিয়ে গেলেন তখন তারা আমার বাবাকে চেব বুক দিলো না এবং উল্টা আমার বাবাকে বলল আপনি চেক বুক নিতে পারবেন না, আমার বাবা যদিও অথোরাইজেশন পেপার দেখালো তারপরও তারা দিতে অস্বীকার করল। অথচ তারাই আমাকে পরামর্শ দিয়েছিল অথোরাইজেশন পেপার করার জন্য যাতে আমার বাবা চেক বুক তুলতে পারেন। তাছাড়া আমি নিজে দেখেছি যে অথোরাইজেশন পেপারে লিখা আছে চেক বুক, ইন্টারনেট একাউন্ট, এটিএম কার্ড সবকিছুই অথোরাইজড ব্যাক্তি তুলতে পারবেন। এটা কি ধরনের সার্ভিস যে তারাই পরামর্শ দিলো আবার তারা তা দিতে অস্বীকার করল। কেউ আমাকে ভাই বুদ্ধি দেন কি করা যায় অথবা কোথায় অভিযোগ দেওয়া যায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।